১০ জনের রিয়ালের দারুণ জয়

নর্থ ক্যারোলাইনার শার্লট যেন রোববার রাতে সাক্ষী রইল এক সাহসী ও জমজমাট লড়াইয়ের।যেখানে ১০ জনের দল নিয়েও ফুটবল মাঠে রাজকীয় প্রতাপ দেখাল রিয়াল মাদ্রিদ। নতুন কোচ জাভি আলোনসোর অধীনে এই প্রথম জয় তুলে নিল ইউরোপিয়ান কিংবদন্তিরা। আর সেই সঙ্গে ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বে যাওয়ার পথেও এগিয়ে থাকল তারা।
এদিন ম্যাচের সপ্তম মিনিটেই ম্যাচের গতি বদলে যায়। রাউল আসেন্সিও লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। একজন কম নিয়ে খেলতে নামা রিয়াল তখন যেন হোঁচট খাওয়া এক রথ। যার হাল ধরেন বেলজিয়ান প্রাচীর থিবো কোর্তোয়া। একের পর এক আক্রমণ ঠেকিয়ে দলকে টিকিয়ে রাখেন তিনি। আর সেই প্রতিরোধই পরে হয়ে ওঠে বিজয়ের ভিত।
পাচুকার একের পর এক আক্রমণ সামলে উঠেই ৩৫ মিনিটে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে দেন ইংলিশ সেনসেশন জুদ বেলিংহ্যাম। ডানদিক থেকে ভিনিসিউস জুনিয়রের পাস ধরে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে দুর্দান্ত বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন তিনি। এরপর আর থামেনি রিয়াল।
মাত্র সাত মিনিট পরেই তরুণ তুর্কি মিডফিল্ডার আর্দা গিলের করেন দ্বিতীয় গোল। ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের পাস থেকে গার্সিয়ার সহায়তায় নিচু শটে গোলটি করেন তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেও কোর্তোয়ার দুর্দান্ত সেভের প্রদর্শনী চলতেই থাকে। কেনেদির দুটি গোলমুখী প্রচেষ্টা বাঁচিয়ে দলকে সুরক্ষায় রাখেন এই গোলরক্ষক। এরপর আসে রিয়ালের তৃতীয় গোল। ৭০ মিনিটে ভালভের্দে দুর্দান্ত ভলিতে ম্যাচে নিজের নাম লেখান স্কোরবোর্ডে। ভিনিসিউস ও ব্রাহিম দিয়াসের সমন্বয় থেকে তৈরি হয় সেই গোল।
৮০ মিনিটে এলিয়াস মন্তিয়েলের একটি দূরপাল্লার শট রিয়ালের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ালে ব্যবধান কমে দাঁড়ায় ৩-১। তবে সেটি ম্যাচের ফলাফলে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি
এই জয়ে ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে এখন রিয়াল মাদ্রিদ। তাদের পেছনে ৩ পয়েন্ট নিয়ে রেড বুল সালসবুর্গ ও ১ পয়েন্ট নিয়ে আল হিলাল। দুই ম্যাচ হেরে বিদায়ের সুর বাজতে শুরু করেছে পাচুকার জন্য।
জাভি আলোনসোর কোচিংয়ে প্রথম জয় নিশ্চয়ই রিয়াল সমর্থকদের জন্য স্বস্তির বার্তা। কিলিয়ান এমবাপ্পে না থাকলেও দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতে ভবিষ্যতের জন্য আশার প্রদীপ জ্বলে উঠেছে বার্নাব্যু শিবিরে।
ঢাকা/আমিনুল