ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাটাই শ্রীলঙ্কার হাতে

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৫, ২৬ জুন ২০২৫  
নাটাই শ্রীলঙ্কার হাতে

কলম্বোতে আরেকটি অস্বস্তির দিন কাটাল বাংলাদেশ। ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ব্যর্থ বাংলাদেশ এইবার বোলিংয়ে বাজে দিন কাটল। নিষ্প্রাণ, নির্বিষ বোলিংয়ের ফায়দা তুলে লিড নিলো স্বাগতিক শ্রীলঙ্কা। 

বাংলাদেশের করা ২৪৭ রানের জবাবে শ্রীলঙ্কা ২ উইকেটে ২৯০ রান তুলে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। ৪৩ রানের লিড নিয়ে মুখে চওড়া হাসিতে দিন শেষ করেছে লঙ্কানরা। হাতে ৮ উইকেট রেখে এই টেস্টের নাটাই শ্রীলংকা নিজেদের হাতে রেখেছে। 

আরো পড়ুন:

পাথুম নিশাঙ্কা টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন। ১৪৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। সেঞ্চুরির পথেই ছিলেন দিনেশ চান্দিমাল। বাংলদেশকে ভোগানো এই ব্যাটসম্যান দিন শেষে এক আকাশ আক্ষেপ করেছেন। ৭ রানের জন্যে সেঞ্চুরি মিস করেছেন চান্দিমাল। ৯৩ রানে আউট হন দিনের একেবারে শেষ প্রান্তে। প্রবথ জয়সুরিয়া ৫ রানে অপরাজিত আছেন। 

বাংলাদেশ দিনের শুরুতে ২৭ রান তুলে শেষ ২ উইকেট হারিয়ে। অলআউট হয় ২৪৭ রানে। এরপর বোলিংয়ে নেমে বাংলাদেশের দুর্দশা শুরু হয়। লাহিরু উদারা ও পাথুম নিশাঙ্কা ৮৮ রানের জুটি গড়েন। তাইজুল এই জুটি ভাঙেন উদারাকে আউট করে। ৪০ রানে আউট হন গলে অভিষিক্ত এই ওপেনার। এরপর শুরু হয় নিশাঙ্কা ও  চান্দিমালের লড়াই। বোলারদের ভুগিয়ে ৩১১ বলে ১৯৪ রানের জুটি গড়েন। এই সময়ে নিশাঙ্কা তুলে নেন সেঞ্চুরি। চান্দিমাল সেই পথেই ছিলেন। কিন্তু দিনের খেলা শেষ হওয়ার আগে  নাইমের বলে লিটনের হাতে ক্যাচ দেন। রিভার্স সুইপ করতে গিয়ে সেঞ্চুরি মিস করেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

শ্রীলঙ্কা ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। তারা কত রানের লিড নেয় সেটাই দেখার। গলে ডাবল সেঞ্চুরি মিস করেছিলেন নিশাঙ্কা। কলম্বোতে সেই সুযোগ আছে। পারবেন তো? 

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়