ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৮০ বলের সেঞ্চুরিতে জেমির রেকর্ড, শতকের দেখা পেলেন ব্রুকও

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২০, ৪ জুলাই ২০২৫   আপডেট: ২০:৩৬, ৪ জুলাই ২০২৫
৮০ বলের সেঞ্চুরিতে জেমির রেকর্ড, শতকের দেখা পেলেন ব্রুকও

প্রথম ইনিংসে ভারতের করা ৫৮৭ রানের জবাবে ইংল্যান্ড ৩ উইকেট হারিয়ে ৭৭ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল। আজ শুক্রবার (০৪ জুলাই) বিকেলে তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ৮৪ রানের মাথায় মোহাম্মদ সিরাজের দুই বলে জোড়া উইকেট হারায় ইংলিশরা। প্রথমে জো রুট (২২) ও পরের বলে বেন স্টোকস ফিরেন গোল্ডেন ডাক মেরে।

৮৪ রানে ইংল্যান্ডের নেই ৫ উইকেট। চোখ রাঙাচ্ছিল ফলোঅনের শঙ্ক। কিন্তু সেই শঙ্কার মেঘ ব্যাট হাতে উড়িয়ে দেন জেমি স্মিথ ও হ্যারি ব্রুক। তারা দুজন জোড়া সেঞ্চুরি তুলে লড়াইয়ে ফেরান ইংল্যান্ডকে।

আরো পড়ুন:

জেমি মাত্র ৮০ বলে ১৪টি চার ও ৩ ছক্কায় সেঞ্চুরি করে রেকর্ড গড়েন। সবচেয়ে কম বলে সেঞ্চুরি করা ইংল্যান্ডের তৃতীয় ব্যাটসম্যান তিনি। ১৯০২ সালে গিলবার্ট জেসপ মাত্র ৭৬ বলে সেঞ্চুরি করে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন। এখনো সেটি তার দখলে রয়েছে। তার পরে জনি বেয়ারস্টো ২০২২ সালে ৭৭ বলে ও ব্রুক পাকিস্তানের বিপক্ষে ২০২৩ সালে করেছিলেন ৮০ বলে সেঞ্চুরি।

জেমির এটা ছিল ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। প্রথমটা পেয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে। জেমির পাশাপাশি সেঞ্চুরির দেখা পান ব্রুকও। তিনি ১৩৭ বলে ১২টি চার ও ১ ছক্কায় স্পর্শ করেন তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার। এরপর জেমি অবশ্য দেড়শও পূর্ণ করেন। ১৪৪ বলে ১৯টি চার ও ৩ ছক্কায় পেরিয়ে যান ব্যক্তিগত ১৫০ রানের মাইলফলক।

ষষ্ঠ উইকেটে তারা দুজন ইতোমধ্যে দলীয় সংগ্রহে ২৪৫ রান যোগ করেছে। তাদের দুজনের জোড়া সেঞ্চুরিতে ভর করে এ রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ডের রান ৬৭ ওভারে ৫ উইকেটে ৩২৯ রান। স্মিথ ১৫১ ও ব্রুক ১২০ রানে ব্যাট করছেন।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়