ঢাকা     শুক্রবার   ১১ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৭ ১৪৩২

গ্লোবাল সুপার লিগে রংপুরের বিপক্ষে খেলবেন সাকিব

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ৬ জুলাই ২০২৫   আপডেট: ১৭:১৮, ৬ জুলাই ২০২৫
গ্লোবাল সুপার লিগে রংপুরের বিপক্ষে খেলবেন সাকিব

দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে স্বেচ্ছা বিরতিতে থাকা সাকিব আল হাসান আবারও মাঠে ফিরছেন। তবে এবার তিনি ফিরছেন নতুন পরিচয়ে, নতুন দলে, নতুন লিগে। গায়ানা ক্রিকেট কর্তৃপক্ষ আয়োজিত গ্লোবাল সুপার লিগ (জিএসএল)-এর দ্বিতীয় আসরে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠে নামছেন বাংলাদেশি এই তারকা অলরাউন্ডার।

আজ রোববার (০৬ জুলাই) দুবাই ক্যাপিটালস নিজেদের সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানায়, দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজের পরিবর্তে সাকিবকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্ভাব্য সূচি অনুযায়ী, ১৬ জুলাই সাকিব মাঠে নামবেন তার সাবেক দল রংপুর রাইডার্সের বিপক্ষে। যেখান থেকেই একসময় শুরু হয়েছিল তার ঘরোয়া লিগ দাপট।

গুঞ্জন ছিল, সাকিব হয়তো আবারও রংপুর রাইডার্সে ফিরবেন। কিন্তু নানা অভ্যন্তরীণ আলোচনা ও কৌশলগত সিদ্ধান্তে শেষ পর্যন্ত সাকিবকে স্কোয়াডে নেয়নি রংপুর। দলটির টিম ডিরেক্টর স্পষ্ট করেছেন, সাকিবকে না নেওয়ার পেছনে কোনো নির্দিষ্ট নির্দেশনা ছিল না। এটি ছিল একান্তই দলগত পরিকল্পনার অংশ। ফলে এবার তার ‘প্রতিপক্ষ’ হিসেবে মাঠে নামার সম্ভাবনা তৈরি হলো।

আরো পড়ুন:

দুবাই ক্যাপিটালস দলে আছেন টি-টোয়েন্টি বিশ্বমঞ্চে পরিচিত কিছু মুখ রভম্যান পাওয়েল, গুলবাদিন নাইব, নিরোশান ডিকভেলা ও সেদিকউল্লাহ অটল। ফলে দলে অভিজ্ঞতা ও আগ্রাসনের এক ভালো মিশেল রয়েছে। সাকিব যদি নিজের সেরা রূপে ফিরে আসেন, তাহলে দুবাই ক্যাপিটালস হতে পারে এবারের আসরের অন্যতম হট ফেভারিট।

গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে মোট পাঁচটি দল অংশ নিচ্ছে। এবারও প্লে-অফের কোনো পর্ব থাকছে না। লিগপর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল সরাসরি খেলবে ফাইনালে। যেটি অনুষ্ঠিত হবে ১৮ জুলাই।

সাকিবের দুবাই ক্যাপিটালসের সূচি:
১০ জুলাই: দুবাই ক্যাপিটালস বনাম সেন্ট্রাল স্ট্যাগস,
১১ জুলাই: দুবাই ক্যাপিটালস বনাম হোবার্ট হারিকেন্স,
১৩ জুলাই: দুবাই ক্যাপিটালস বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স,
১৬ জুলাই: দুবাই ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়