ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবার বাবা হলেন নেইমার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৮, ৬ জুলাই ২০২৫   আপডেট: ১৯:৫১, ৬ জুলাই ২০২৫
আবার বাবা হলেন নেইমার

নতুন করে বাবা হলেন নেইমার। ফুটবল মাঠের বাহাদুর, এবার ভালোবাসার গোল করলেন পরিবারের গোলপোস্টে। ৫ জুলাই ভোরে ব্রাজিলে জন্ম নিয়েছে নেইমার জুনিয়র ও তার প্রেমিকা ব্রুনা ব্যাঙ্কার্ডির দ্বিতীয় সন্তান। এবার অবশ্য একটি ফুটফুটে কন্যাশিশু বাবা হয়েছেন নেইমার। নাম রাখা হয়েছে আদুরে সুরে ‘মেল’।

ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে কোলজুড়ে মেয়েকে নিয়ে ছবি শেয়ার করেছেন ব্রুনা লিখেছেন, “আমাদের মেল এসেছে। আমাদের জীবনকে আরও মিষ্টি করে তুলতে। স্বাগতম, মেয়ে! ঈশ্বর যেন তোমার জীবনকে আশীর্বাদ ও নিরাপত্তায় রাখেন।” সেই সঙ্গে একটুখানি হাসিও যেন ঝরে পড়েছে ছবির কোলাজে।

আরো পড়ুন:

নেইমারের বয়স এখন ৩৩। আর এই বয়সেই তিনি চার সন্তানের বাবা। ২০১১ সালে জন্ম নেয় তার প্রথম সন্তান ডাভি লুকা, মা ছিলেন ক্যারোলিনা ডান্তাস। এরপর প্রেমিকা ব্রুনা ব্যাঙ্কার্ডির ঘর আলোকিত করে আসেন কন্যা মাভি। আরেক সাবেক প্রেমিকা আমান্ডা কিম্বারলির ঘরেও রয়েছে এক সন্তান। এবার মেল এর আগমনে পূর্ণতা পেল নেইমারের পিতৃত্বযাত্রা।

চলতি বছরের শুরুতে নেইমার ফিরে গেছেন নিজের শিকড়ে, সান্তোস ক্লাবে। তবে মাঠের ব্যস্ততা যেন এখন কিছুটা গৌণ। কারণ, জীবন এখন ভরে গেছে ছোট্ট এক ভালোবাসায়। মেল এখন নেইমারের জীবনের সবচেয়ে বড় ‘অ্যাসিস্ট’।

বড় মেয়ে মাভি যেমন আনন্দে আত্মহারা, তেমনি নেইমারও পরিবারকে ঘিরেই কাটাচ্ছেন সময়। মাঠে হয়তো অদূর ভবিষ্যতে দেখা যাবে নতুন রঙে, নতুন ক্লাবে। কিন্তু এখন তার প্রতিটি ম্যাচ চলছে ডায়পার বদলানো, কান্না থামানো আর ছোট্ট হাতের আঙুল ধরার ভিতর দিয়ে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়