সিংহাসনে রুট
ইংলিশ পেসার বেন স্টোকসের লাফিয়ে উঠা বলে ব্যাট সরাতে পারেননি করুন নায়ার। ব্যাটের চুমু খেয়ে বল সোজা স্লিপে জো রুটের মুঠোয়। অতি সহজ ক্যাচ নিয়ে অনন্য এক রেকর্ডে রুট নিজেকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়।
টেস্ট ক্রিকেটে লম্বা সময় ধরে সর্বোচ্চ ক্যাচের রেকর্ডটি নিজের করে রেখেছিলেন রাহুল দ্রাবিড়। নায়ারের ক্যাচ নিয়ে রুট ছাড়িয়ে গেছেন দ্রাবিড়কে। ফিল্ডার হিসেবে রুট সাদা পোশাকে ক্যাচ নিয়েছেন ২১১টি। দ্রাবিড়ের ক্যাচ ২১০টি।
এই ফরম্যাটে দুইশর বেশি ক্যাচ আছে কেবল আর তিন ক্রিকেটারের। স্টিভেন স্মিথ (২০০), জ্যাক ক্যালিস (২০০) এবং মাহেলা জয়াবর্ধনে (২০৫) ।
ফিল্ডিংয়ে ক্যাচ নেওয়ার আগে রুটের ব্যাট থেকে আসে সেঞ্চুরিও। টেস্ট ক্যারিয়ারের ৩৭তম সেঞ্চুরি পান লর্ডসে। যা ভারতের বিপক্ষে তার ১১তম সেঞ্চুরি। ভারতের বিপক্ষে আরেকটি সেঞ্চুরি পেলে রুট আরেকটি রেকর্ডও নিজের করে নেবেন। স্মিথেরও ভারতের বিপক্ষে সেঞ্চুরি ১১টি।
লর্ডসে সেঞ্চুরির সংখ্যায় আগেই রুট শীর্ষে ছিলেন। গতকালের সেঞ্চুরিতে নিজেকে আরেকধাপ এগিয়ে নিলেন। তার চেয়ে দুই সেঞ্চুরি কম আছে গ্রাহাম গুচের।
এদিকে বল হাতে ৫ উইকেট নিয়ে জসপ্রিত বুমরাহও রেকর্ড গড়েছেন। ভারতের হয়ে দেশের বাইরে বাইরে সবচেয়ে বেশি ফাইফারের রেকর্ডটি এখন তার। বুমরাহ দেশের বাইরে ১৩ বার ৫ উইকেট পেয়েছেন। কপিল দেব ৫ উইকেট পেয়েছেন ১২ বার।
ঢাকা/ইয়াসিন