সাকিবের দরজা সবসময় খোলা: বিসিবি পরিচালক
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
আবার আলোচনায় সাকিব আল হাসান। গ্লোবাল সুপার লিগে দারুণ প্রত্যাবর্তনে আলোচনার তুঙ্গে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
এদিকে সাকিব যখন ব্যাটে-বলে দারুণ করছেন তখন শ্রীলঙ্কায় নাকানিচুবানি খাচ্ছে বাংলাদেশ। তাই ঘুরেফিরে আসছে সাকিবকে দেশের জার্সিতে দেখার বিষয়টি। বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, সাকিবের জন্য দরজা সবসময় খোলা।
‘‘বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনো সেকেন্ড চয়েস নেই। তার জন্য দরজা সবসময় খোলা। এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর, তারা চিন্তা করছে।’’
শনিবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন মিঠু। সাকিবকে বাংলাদেশের জার্সিতে সব শেষ দেখা গেছে ভারত সিরিজে। এরপর দক্ষিণ আফ্রিকা সিরিজে নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে আসতে চেয়েছিলেন দেশে, কিন্তু শেষ পর্যন্ত পারেননি।
সাকিবকে দলে নেওয়ার প্রক্রিয়া নিয়ে মিঠু আরও বলেন, ‘‘আগে কীভাবে চলেছে জানি না কিন্তু এখন বর্তমান সভাপতি পুরো দায়িত্ব ক্রিকেট অপারেশন্স, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ওপর দিয়েছেন। তাদেরও নজরে এসেছে। সেটা দেখা হবে। তারা অবশ্যই এই ব্যাপারটি দেখবে।’’
গ্লোবাল সুপার লিগ দিয়ে সাকিবের ব্যস্ততা শুরু হয়েছে। দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি।
ঢাকা/রিয়াদ