ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিরাজের অদ্ভুত আউটে ইংল্যান্ডের শ্বাসরুদ্ধকর জয় 

ক্রীড়া ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৬, ১৪ জুলাই ২০২৫   আপডেট: ২২:৪৬, ১৪ জুলাই ২০২৫
সিরাজের অদ্ভুত আউটে ইংল্যান্ডের শ্বাসরুদ্ধকর জয় 

বশিরের লাফিয়ে ওঠা বল ঠেকিয়ে দেন মোহাম্মদ সিরাজ। কিন্তু ভাগ্য সহায় ছিল না। বল মাটিতে পড়ে গড়িয়ে গড়িয়ে আঘাত করে উইকেটে। পড়ে যায় বেল! সিরাজ থামাতে চেয়েও পারেননি। 

অদ্ভুত এই আউটের পর যেন সব অবিশ্বাস্য লাগছিল সিরাজের কাছে। বসে যান উইকেটেই। ওদিকে ইংলিশরা মেতে ওঠেন বুনো উল্লাসে। শেষ পর্যন্ত লর্ডস টেস্ট জিতে সিরিজে এগিয়ে গেলো ইংল্যান্ড। 

আরো পড়ুন:

১৯৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৭০ রানে অলআউট হয় ভারত। ২২ রানে জিতে বেন স্টোকসের দল। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে লড়াই করেছিলেন রবীন্দ্র জাদেজা। ১৮১ বল খেলে ৬১ রানে অপরাজিত ছিলেন। 

শেষে যাসপ্রীত বুমরাহর পর সিরাজকে চা বিরতি পর্যন্ত নিয়ে এসেছিলেন এই অলরাউন্ডার। কিন্তু কাজে আসেনি শেষ পর্যন্ত। বুমরাহর সঙ্গে ১৩২ বলে ৩৫ আর সিরাজের সঙ্গে ৮০ বলে ২৩ রানে জুটি গড়েছিলেন। এই দুই পেসার ৩৫ ওভারের বেশি সঙ্গ দেন! 

ভারত ব্যাকফুটে চলে যায় গতকাল, ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে। তবুও স্কোরবোর্ডে কম পুঁজি আর ক্রিজে লোকেশ রাহুল কিংবা রিশাব পান্থের মতো ব্যাটাররা থাকায় অসম্ভব কিছু ছিল না। 

কিন্তু দিনের শুরুতে পান্থের আউটে ভারত খায় বড় ধাক্কা। তার ব্যাট থেকে আসে ১২ রান। লড়াই চালিয়ে যাওয়া রাহুলকে থামতে হয় ৩৯ রানে। স্টোকস তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফেরান রিভিউ নিয়ে। সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন জোফরা আর্চার-বেন স্টোকস। 

এর আগে প্রথম ইনিংসে দুই দলই সমান ৩৮৭ রান করে। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ১৯২ রানে অলআউট হয়। কম রান হলেও ভারত টপকাতে পারেনি। থামতে হয় ১৭০ রানে। 
 

ঢাকা/রিয়াদ/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়