আগস্টে আন্তর্জাতিক সিরিজের কথাও ভাবছে বিসিবি
আগস্টে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে সফর করতে রাজি নয় ভারত। সিরিজ আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। আগস্টে বাংলাদেশের আর কোনো সূচি নেই। এ সময়ে শিষ্যদের নিয়ে কাজ করতে চেয়েছিলেন প্রধান কোচ ফিল সিমন্স। সঙ্গে নিজেদের মধ্যে কয়েকটি ম্যাচও খেলার কথা ছিল। তাতে বিসিবিরও সাড়া ছিল।
তবে এখন বিসিবি আন্তর্জাতিক সিরিজ খেলার কথাও চিন্তা করছে। দেশে কিংবা দেশের বাইরে গিয়ে কোনো সিরিজ খেলার কথা ভাবছে বিসিবি। বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন। তার ভাষ্য, ‘‘ভারত সিরিজটা ক্যান্সেল হয়নি। এই সময়ে হবে না। অন্য সময়ে নির্ধারণ করা হয়েছে। অলরেডি আমরা সিদ্ধান্ত নিয়েছি, ওই সময়টায় আমরা ইন্টারনালি কিছু ম্যাচের আয়োজন করতে পারি কিনা। এর আগেও আমরা এরকম করেছি। ‘এ’ দলের সঙ্গে খেলেছিল জাতীয় দল। সেরকম একটা কিছু। এটা ছিল আমাদের আগের পরিকল্পনা।’’
‘‘এখন আমরা ভেবে দেখছি যে, এর পাশাপাশি কোনো দলের সঙ্গে আমরা খেলতে পারি কিনা। বা বাইরে কোথাও গিয়ে খুব অল্প সময়ের জন্য কিছু খেলা যায় কিনা, কোনো সুযোগ পাওয়া যায় কিনা। সে জিনিসগুলো আমরা দেখছি। যদি সুযোগ না হয়, তাহলে আমরা ইন্টারনালি হয়তো খেলব।’’– যোগ করেন তিনি।
পাকিস্তান ক্রিকেট দল তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলতে আজ ঢাকায় পা রেখেছে। বাংলাদেশ দল এখনও শ্রীলঙ্কায়। আজ শেষ টি-টোয়েন্টি খেলে কাল দুপুরে ঢাকায় পৌঁছবে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি শুরু ২০ জুলাই। এর আগে একদিন অনুশীলন করবে বলে নিশ্চিত করেছেন নাজমুল আবেদীন, ‘‘আগামীকাল দেশে ফেরার পর তো এক দিন ওরা বিশ্রামে থাকবে। হয়তো কেউ কেউ ঐচ্ছিক অনুশীলন করবে। তবে ১৯ তারিখ ওদের অনুশীলন থাকবে। ২০ তারিখ খেলবে। যেহেতু খেলার মধ্যে আছে, তাই সেই মাত্রার প্রস্তুতির দরকার নেই। তবে একটু হয়তো মানিয়ে নেওয়ার ব্যাপার থাকে। নতুন দল, কন্ডিশনটা আমাদের নিজেদের। গত এক মাস ধরে সেটা থেকে দূরে আছি আমরা। তাই ওইটার সঙ্গে একটু মানিয়ে নেওয়া। আমার মনে হয় পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুতি এতটুকুই থাকবে।’’
ঢাকা/ইয়াসিন/আমিনুল