বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হলো বাংলাদেশ-নেপাল ম্যাচ
শোকাবহ এক বিকেলের রেশ টেনে শুরু হলো বসুন্ধরার সবুজ গালিচায় মেয়েদের ফুটবল যুদ্ধ। ঢাকার উত্তরা আজ পরিণত হয়েছিল এক বেদনার নগরীতে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আঙিনায় আকস্মিকভাবে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। ক্লাসের ভেতরে থাকা অসংখ্য কোমলমতি শিক্ষার্থীর উপর নেমে আসে বিভীষিকাময় এক মৃত্যু। আগুনে পুড়ে ঝরে যায় একাধিক প্রাণ, আহত হয় অনেকে। পুরো দেশ স্তব্ধ হয়ে যায় দুপুরের এই হৃদয়বিদারক ঘটনায়।
এমন এক অন্ধকার সময়ে সন্ধ্যায় বসুন্ধরা কিংস এরেনায় যখন অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও নেপালের মেয়েরা মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে, তখন যেন শোকের ভারে নুয়ে ছিল পুরো স্টেডিয়াম। খেলার আগে দুই দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা দাঁড়িয়ে এক মিনিটের নীরবতা পালন করেন দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে।
বাংলাদেশের সামনে শিরোপা জয়ের হাতছানি। ড্র করলেই শিরোপা নিশ্চিত। তবে জয় বা হার, সব কিছুর ঊর্ধ্বে উঠে এদিন ফুটবলের শুরুটা হয়েছিল মানবিকতার এক অনন্য ছোঁয়ায়। দেশের মানুষের চোখে পানি, বুকজুড়ে বিষাদ; তারই মাঝে মাঠে নেমেছিল সাহসী মেয়েরা, যেন বোঝাতে চেয়েছিল, আমরা পাশে আছি।
ঢাকা/আমিনুল