ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিমান দুর্ঘটনায় নিহতদের সিরিজ জয় উৎসর্গ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১৬, ২২ জুলাই ২০২৫  
বিমান দুর্ঘটনায় নিহতদের সিরিজ জয় উৎসর্গ বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে টানা দুই জয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৮ রানে পাকিস্তানকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারায় বাংলাদেশ। 

এই ম্যাচ বাংলাদেশ খেলেছে শোকের আবহে। উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যুদ্ধ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেকে। হতাহতের তালিকাটাও বিশাল লম্বা। জীবনযুদ্ধে লড়ছেন তারা। এই ঘটনায় শোক প্রকাশের নানা আয়োজন ছিল ম্যাচের আগে। 

আরো পড়ুন:

সিরিজ জয়ের এই অর্জন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নিহতদের উৎসর্গ করেছে। অধিনায়ক লিটন পুরস্কার বিতরণী মঞ্চে বলেছেন, ‘‘এই সিরিজ জয় সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারের প্রতি উৎসর্গীকৃত। আমরা জানি যে, আমরা প্রাণ হারানো জীবনের শূন্যতা পূরণ করতে পারব না, কিন্তু অন্তত আমাদের পক্ষ থেকে, এই সিরিজটি তাদের প্রতি উৎসর্গীকৃত।’’

ম‌্যাচ শুরুর আগে স্টেডিয়ামে এক মিনিট নীরবতা পালন করা হয়। রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষ‌্যে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও ম‌্যাচ অফিসিয়ালরা কালো আর্মব‌্যান্ড ধারণ করেছিলেন। এছাড়া বিসিবির উদ‌্যোগে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল।

ম‌্যাচ চলাকালীন কোনো গান বাজানো হয়নি স্টেডিয়ামে। পুরো ম‌্যাচ জুড়েই পরিবেশ রাখা হয় মর্যাদাপূর্ণ। এর আগে বিসিবি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়