ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এশিয়া কাপের সূচি ঘোষণা, সহজ গ্রুপে বাংলাদেশ 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১২, ২৬ জুলাই ২০২৫   আপডেট: ২১:১২, ২৬ জুলাই ২০২৫
এশিয়া কাপের সূচি ঘোষণা, সহজ গ্রুপে বাংলাদেশ 

এশিয়া কাপের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ৯ সেপ্টম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় সূচি ঘোষণা করে এসিসি। বাংলাদেশ পড়েছে ‘বি' গ্রুপে। লিটন দাসদের অন্য তিন প্রতিপক্ষ হলো শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। আর ‘এ' গ্রুপে আছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। ১৩ সেপ্টেম্বর পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ লড়বে ১৬ সেপ্টেম্বর।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর ঢাকায় এসিসির সভা হয়। মিটিং শেষে অবশ্য সূচি জানানো হয়নি। দুইদিন পর সূচি প্রকাশ করে সংস্থাটি। সেই মিটিংয়ে উপস্থিত হয়নি ভারত। তবে তার প্রভাব পড়েনি খেলাতে। ভারত-পাকিস্তান ম্যাচ হবে ১৪ সেপ্টেম্বর। 

ঢাকা/রিয়াদ/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়