ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওভাল টেস্টের ইংল্যান্ড দল ঘোষণা, ওভারটনের প্রত্যাবর্তন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৮, ২৮ জুলাই ২০২৫  
ওভাল টেস্টের ইংল্যান্ড দল ঘোষণা, ওভারটনের প্রত্যাবর্তন

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের অন্তিম পর্বে নামার আগেই প্রস্তুতি চূড়ান্ত করছে ইংল্যান্ড। ওভাল টেস্ট শুরু হতে এখনো তিন দিন বাকি। এর মধ্যেই ঘোষিত হলো ইংলিশ শিবিরের ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড। বড় কোনো পরিবর্তন না থাকলেও অলরাউন্ডার জেমি ওভারটনের অন্তর্ভুক্তি নজর কেড়েছে সবার।

ম্যানচেস্টারে শেষ টেস্ট ড্র হওয়ার ২৪ ঘণ্টাও পেরোয়নি, এরই মাঝে নতুন স্কোয়াড ঘোষণা করলো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আগে থেকে থাকা ১৪ জনকে রেখে ওভারটনকে যুক্ত করায় বোঝা যাচ্ছে অলরাউন্ডারদের ওপর আস্থা আরও বাড়িয়েছে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। তবে প্রত্যাশিতভাবে ফিরে আসতে পারেননি ইনজুরিতে থাকা দুই পেসার মার্ক উড ও ওলি স্টোন।

আরো পড়ুন:

ম্যানচেস্টার টেস্টে ইংল্যান্ড বোলাররা মোট ২৫৭ ওভার বল করেছেন, যার ফলে তাদের শরীরে প্রচণ্ড ধকল গেছে। অধিনায়ক বেন স্টোকস নিজেও বল হাতে কিছুটা অস্বস্তিতে ছিলেন। দুই টেস্টের মধ্যবর্তী সময় খুব কম হওয়ায় বোলারদের পর্যাপ্ত বিশ্রামের সুযোগ নেই। এ অবস্থায় বিকল্প বোলারদের দলে রেখে ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহারের চিন্তা করছে ইংল্যান্ড।

ক্রিস ওকস চলমান সিরিজে চারটি ম্যাচেই অংশ নিয়েছেন। ধারণা করা হচ্ছে, ওভালে তিনি বিশ্রাম পেতে পারেন। সেক্ষেত্রে ওভারটনের পাশাপাশি গাস অ্যাটকিনসনকে দেখা যেতে পারে মাঠে। আর এই ঘূর্ণায়মান রোটেশনের মাঝে ব্রাইডন কার্স অথবা জোফরা আর্চারকে বাইরে রাখা হতে পারে।

ব্যাটিং অর্ডারে অবশ্য কোনো বড় রদবদলের আভাস নেই। শীর্ষ সাত ব্যাটার অপরিবর্তিত থাকতে পারেন। যদিও লিয়াম ডসন ম্যানচেস্টারে বল হাতে প্রভাব বিস্তার করতে পারেননি, তবুও বিশেষজ্ঞ স্পিনার না থাকায় ওভাল টেস্টেও তার খেলা প্রায় নিশ্চিত। বিকল্প হিসেবে জেকব বেথেলকেও ভাবা হতে পারে।

::ইংল্যান্ডের ওভাল টেস্ট স্কোয়াড::

অধিনায়ক: বেন স্টোকস
অন্য সদস্যরা: বেন ডাকেট, জ্যাক ক্রাউলি, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ, লিয়াম ডসন, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, জেকব বেথেল, জেমি ওভারটন, জশ টং ও গাস অ্যাটকিনসন। 

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়