ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেষ ম্যাচের আগে ভারতের শিবিরে ধাক্কা, বিশ্রামে বুমরাহ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ৩০ জুলাই ২০২৫  
শেষ ম্যাচের আগে ভারতের শিবিরে ধাক্কা, বিশ্রামে বুমরাহ

পাঁচ ম্যাচের জমজমাট টেস্ট সিরিজে এখন ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। ওভালের শেষ টেস্ট জিতে সিরিজে সমতা ফেরানোর সুযোগ রয়েছে ভারতের সামনে। এমন সময় বড় দুঃসংবাদ পেয়েছে ভারতীয় শিবির। দলের সবচেয়ে নির্ভরযোগ্য পেসার জাসপ্রিত বুমরাহকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই মেডিকেল টিম। ফলে, ভারতকে সিরিজ হার এড়ানোর লড়াইয়ে নামতে হবে তারকা পেসারকে ছাড়াই।

সিরিজ শুরুর আগেই পরিকল্পনা ছিল, পাঁচ টেস্টের মধ্যে মাত্র তিনটি খেলবেন বুমরাহ। সেই পরিকল্পনার অংশ হিসেবে প্রথম, তৃতীয় এবং চতুর্থ টেস্টে তিনি খেলেছেন। দ্বিতীয়টিতে বিশ্রামে ছিলেন। এবার গুরুত্বপূর্ণ শেষ ম্যাচেও তিনি থাকছেন না। যা ভারতীয় সমর্থকদের জন্য হতাশার খবর।

আরো পড়ুন:

বুমরাহর পরিবর্তে দলে ঢুকতে পারেন পেসার আকাশ দীপ। যিনি চতুর্থ টেস্টে ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি। তবে বুমরাহকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত কেবল কৌশলগত নয়, তা এসেছে পরিসংখ্যান বিশ্লেষণেও। ওল্ড ট্রাফোর্ড টেস্টে বুমরাহ ছিলেন নিজের ছায়া। ৩৩ ওভারে খরচ করেন ১১২ রান, যা তার টেস্ট ক্যারিয়ারে প্রথমবার কোনো ইনিংসে ১০০ রান পেরিয়েছে। তার গতির ধারও ছিল নিস্তেজ। ১৪০ কিমি/ঘণ্টা গতির বেশি বল করার হার লর্ডসে যেখানে ছিল ২২.৩%, সেখানে ওল্ড ট্রাফোর্ডে কমে আসে মাত্র ০.৫%-এ!

তবে সিরিজে বুমরাহর অবদান অবহেলার নয়। এখন পর্যন্ত ৩ ম্যাচে ১৪ উইকেট নিয়ে ভারতের অন্যতম সেরা পারফরমার তিনি। সমানসংখ্যক উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ। কিন্তু এবার বুমরাহ না থাকায়, সিরিজে ১৩৯ ওভার বল করা সিরাজের উপর আরও বড় দায়িত্ব এসে পড়বে। 

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়