‘টেস্ট ক্রিকেট দেশগুলোকে দেউলিয়াত্বের দিকে ঠেলে দিচ্ছে’
অ্যাশেজ শুরুর আগে টেস্ট ক্রিকেট নিয়ে বড়সড় মন্তব্য করলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। তার মতে, এখনকার পরিস্থিতিতে অনেক দেশই টেস্ট খেলে আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়ছে, এমনকি দেউলিয়া হয়ে যাওয়ার ঝুঁকিও তৈরি হচ্ছে। তাই টেস্টের সংখ্যা কমানোর পক্ষেই তিনি সাফ কথা বলেছেন।
গ্রিনবার্গ এই বছরের মার্চে নিক হকলির জায়গায় দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বলে আসছেন, সব টেস্ট খেলুড়ে দেশকে বারবার টেস্ট খেলতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা থাকা উচিত নয়। কারণ, এর খরচ অনেক দেশই সামলাতে পারবে না।
তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমি মনে করি না যে বিশ্ব ক্রিকেটের সবাইকে টেস্ট ক্রিকেট খেলতেই হবে এবং এটা হয়তো ঠিক আছে। কাউকে জোর করে টেস্ট খেলাতে গেলে আমরা আসলে তাদের দেউলিয়া হওয়ার দিকে ঠেলে দিচ্ছি।”
তার মতে, টেস্ট ক্রিকেটে পরিমাণের চেয়ে মান বেশি গুরুত্বপূর্ণ। প্রতিটি সিরিজকে অর্থবহ করতে হলে সঠিক জায়গায় বিনিয়োগ জরুরি। গ্রিনবার্গ বলেন, “টেস্ট ক্রিকেটে কম খেলা আসলে আমাদের জন্য ভালো। তাই এমন ম্যাচ আয়োজন করতে হবে যেখানে ফলাফলের অনিশ্চয়তা থাকে এবং দর্শকদের আগ্রহও বেশি থাকে।”
আইসিসি ইতিমধ্যেই দুই বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) চালু করেছে, যেখানে প্রায় সব টেস্ট সিরিজই অন্তর্ভুক্ত। তবে কিছু সিরিজ, যেমন গত মাসে নিউ জিল্যান্ডের জিম্বাবুয়ে সফর ডব্লিউটিসির বাইরে অনুষ্ঠিত হয়। যা এসব ম্যাচের আর্থিক লাভজনকতা ও প্রতিযোগিতামূলক গুরুত্ব নিয়ে প্রশ্ন তোলে।
ঢাকা/আমিনুল