ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ভারতের ক্রিকেটের জন্য রোহিতের আরও ১০ বছর খেলা উচিত’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ২ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৬:৫৫, ২ সেপ্টেম্বর ২০২৫
‘ভারতের ক্রিকেটের জন্য রোহিতের আরও ১০ বছর খেলা উচিত’

ক্যাপ্টেন হওয়ার আসল পরীক্ষাটা শুধু কৌশলে নয়, দলের খেলোয়াড়দের সামলানোর ক্ষমতায়ও। কারো ভেতরের সেরা সামর্থ্যটুকু বের করে আনার মতো দক্ষতা যাদের থাকে, তারাই হয়ে ওঠেন সফল নেতা। মাহেন্দ্র সিং ধোনি যেমন এই দিকটা পুরোপুরি রপ্ত করেছিলেন। কোহলি কিংবা বুমরাহর মতো তারকা খেলোয়াড়দের নিয়ে কাজ করা সহজ। কিন্তু যাদের প্রতিভা তুলনামূলক কম, তাদের সেরাটা বের করে আনা; এটাই ধোনিকে এনে দিয়েছে ভারতের ও চেন্নাই সুপার কিংসের ইতিহাসে বিশেষ মর্যাদা।

খালিল আহমেদের মতে, এই গুণে রোহিত শর্মাও ধোনির কাতারেই দাঁড়িয়ে আছেন। সতীর্থদের ভরসা দেওয়া, আস্থা রাখা আর সঠিক সময়ে পিঠ চাপড়ে দেওয়া; এসবেই রোহিত অনন্য। আর এই কারণেই খালিলের বিশ্বাস, রোহিতের খেলা থামানো উচিত নয়, শুধু ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নয়, বরং আরও এক দশক।

আরো পড়ুন:

“আমি মনে করি, ভারতীয় ক্রিকেটের ভালোর জন্য রোহিত শর্মাকে অন্তত আগামী ১০ বছর খেলতে হবে। এটা আমার ব্যক্তিগত মতামত,” – বলেন খালিল আহমেদ।

খালিলের এই বিশ্বাসের পেছনে আছে ব্যক্তিগত অভিজ্ঞতা। ২০১৯ সালে রাজকোটে বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচে ভীষণ খারাপ করেছিলেন তিনি। প্রতি ওভারে গড়েছিলেন ১১ রান। অথচ অন্য কোনো বোলারের গড় ছিল ৯-এর নিচে। ভারতের জিতলেও খুশি হতে পারেননি খালিল।

সেদিন রোহিত বুঝেছিলেন, খালিল ভেঙে পড়েছেন। তাই দলের বাকিরা ড্রেসিংরুম ছেড়ে বেরিয়ে গেলেও রোহিত থেকে যান। তিনি আলাদা করে খালিলকে ডেকে বলেন, “তুমি নিজের আসল ক্ষমতাটা চেনো না।” এমনকি স্টেডিয়ামের বাইরে ভক্তরা যখন রোহিত-রোহিত করে চিৎকার করছিল, তখন রোহিতই খালিলকে বলেন, “একদিন এগুলো তোমার জন্যও হবে, আর তোমাকেই সেটার জন্য ইতিবাচক থাকতে হবে।”

খালিল বলেন, “সেদিন বুঝেছিলাম, তিনি শুধু বড় মাপের ক্রিকেটারই নন, ভীষণ বড় মাপের মানুষও। খারাপ খেললে যেখানে অনেকে মুখ ফিরিয়ে নেয়, সেখানে উল্টো রোহিত প্রথম এগিয়ে আসেন। এটাই ওনার সবচেয়ে বড় শক্তি।”

খালিল আরও জানান, রিশভ পন্তের সাফল্যের পেছনেও রোহিতের এই আস্থা আর আত্মবিশ্বাস দেওয়ার ক্ষমতা বড় ভূমিকা রেখেছে।

সম্প্রতি বেঙ্গালুরুর এনসিএ-তে দুলীপ ট্রফির সময় আবার দেখা হয় তাদের। রোহিত তখন ফিটনেস টেস্ট দিতে গিয়েছিলেন। খালিল বলেন, “আমি ওনাকে খুব ফিট দেখলাম। তখনই বললাম, স্যার, এইভাবেই ফিট থাকবেন আর আরও অনেক দিন খেলবেন। আমি জীবনে এমন ক্যাপ্টেন আর মানুষ খুব কম দেখেছি। তিনি একেবারেই অমূল্য রত্ন। আমার ভেতরে তার জন্য শুধু শ্রদ্ধা আর ভালোবাসাই আছে।” 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়