ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বদলে গেল সূচি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫০, ৭ অক্টোবর ২০২৫   আপডেট: ১৯:৫৫, ৭ অক্টোবর ২০২৫
বদলে গেল সূচি

বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ১৫ অক্টোবর আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। গত ২৯ সেপ্টেম্বর বিসিবি সিরিজের সূচিও ঘোষণা করেছিল। কিন্তু সেই সূচিতে পরিবর্তন এসেছে।

এক বিবৃতিতে মঙ্গলবার (০৭ অক্টোবর) বিসিবি জানিয়েছে, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) সঙ্গে আলোচনার পর এই পরিবর্তন আনা হয়েছে।

আরো পড়ুন:

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। চট্টগ্রামে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

মিরপুরে তিন ওয়ানডে হওয়ার কথা ১৮, ২০ ও ২৩ অক্টোবর। দ্বিতীয় ওয়ানডে একদিন পিছিয়ে সেটি হবে ২১ অক্টোবর।  ম্যাচগুলো শুরু হবে দুপুর দেড়টায়। ২৪ অক্টোবর দুই দল চট্টগ্রাম সফর করবে। 

২৬, ২৮ ও ৩১ অক্টোবর হওয়ার কথা টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ। একদিন করে পিছিয়ে প্রথম টি-টোয়েন্টি হবে ২৭ অক্টোবর ও দ্বিতীয়টি ২৯ অক্টোবর। শেষ টি-টোয়েন্টি হবে যথারীতি ৩১ অক্টোবর। তিন ম্যাচেই খেলা শুরু হবে সন্ধ্যা ছয়টায়।

এবারের সফরে শুধু সাদা বলেই খেলবেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা। সবশেষ ২০২১ সালের জানুয়ারিতে বাংলাদেশ ওয়ানডে খেলেছিলেন তারা। টি-টোয়েন্টি খেলেছিলেন তারও তিন বছর আগে ২০১৮ সালের ডিসেম্বরে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়