ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অস্ট্রেলিয়াকে ১৯৯ রানের টার্গেট দিল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫০, ১৬ অক্টোবর ২০২৫   আপডেট: ১৯:১৫, ১৬ অক্টোবর ২০২৫
অস্ট্রেলিয়াকে ১৯৯ রানের টার্গেট দিল বাংলাদেশ

নারীদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বিশাখাপত্তনমে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৯৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশের মেয়েরা। জিততে অস্ট্রেলিয়ার মেয়েদের করতে হবে ১৯৯ রান।

অস্ট্রেলিয়ার বোলারদের বোলিং তোপে বাংলাদেশের মাত্র চারজন ব্যাটার দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে শবনম মোস্তারি ৮০ বলে ৯টি চারে সর্বোচ্চ অপরাজিত ৬৬ রান করেন। প্রথম ম্যাচে ফিফটি হাঁকানো রুবিয়া আক্তার ঝিলিক ৮ চারে করেন ৪৪ রান। এছাড়া শারমিন আক্তার ১৯ ও নিগার সুলতানা জ্যোতি করেন ১২ রান। অবশ্য অতিরিক্ত খাত থেকে বাংলাদেশ পায় গুরুত্বপূর্ণ ২৮ রান। যার মধ্যে ওয়াইড ২২টি!

আরো পড়ুন:

বল হাতে অস্ট্রেলিয়ার অ্যালানা কিং ১০ ওভারে ৪ মেডেনসহ ১৮ রানে ২টি উইকেট নেন। জর্জিয়া ৭ ওভারে ১ মেডেনসহ ২২ রানে নেন ২টি। অ্যানাবেল সাদারল্যান্ড ১০ ওভারে ১ মেডেনস ৪১ রানে ২টি এবং অ্যাশলে গার্ডনার ৯ ওভারে ৪৮ রানে নেন ২টি উইকেট।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়