ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আফগানিস্তানকে ইনিংস ব্যবধানে হারিয়ে জিম্বাবুয়ের বিরল জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৫, ২২ অক্টোবর ২০২৫  
আফগানিস্তানকে ইনিংস ব্যবধানে হারিয়ে জিম্বাবুয়ের বিরল জয়

দীর্ঘদিন পর টেস্টে হাসল জিম্বাবুয়ে। হারারের স্পোর্টস ক্লাব মাঠে আজ বুধবার (২২ অক্টোবর) একমাত্র টেস্টে আফগানিস্তানকে ইনিংস ও ৭৩ রানে হারিয়ে বিরল এক জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। আজ ম্যাচের তৃতীয় দিনের মধ্যভাগেই আফগানিস্তানকে গুটিয়ে দেয় জিম্বাবুয়ের বোলাররা। পেসারদের আক্রমণে বিধ্বস্ত হয়ে অতিথিদের দ্বিতীয় ইনিংস থামে ১৫৯ রানে।

এমন জয়ের আজকের দিনের নায়ক রিচার্ড এনগারাভা। ভয়ংকর গতিতে বোলিং করে তুলে নিয়েছেন পাঁচ উইকেট। এটাই তার টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং পরিসংখ্যান (১৩ ওভারে ৩৭ রানে ৫ উইকেট)। তাকে দারুণ সহায়তা দেন নতুন বলের সঙ্গী ব্লেসিং মুজারাবানি, যিনি নেন ৩ উইকেট ৪৮ রানে।

আরো পড়ুন:

এর আগে ম্যাচের প্রথম দিনেই জিম্বাবুয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। আফগানিস্তানকে ১২৭ রানে অলআউট করে দেয় তারা। জবাবে তারা দাঁড় করে ৩৫৯ রানের বিশাল সংগ্রহ। প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন বেন কারান। যার ব্যাট থেকেই আসে দলের ভিত্তি গড়া ১২১ রানের ইনিংসটি। ফলে জিম্বাবুয়ে পায় ২৩৩ রানের লিড।

দ্বিতীয় ইনিংসে আফগানরা শুরুটা ভালো করলেও স্থায়ী হতে পারেননি কেউই। ওপেনার ইব্রাহিম জাদরান কিছুটা লড়েছিলেন ৪২ রানের ইনিংস খেলার পথে। আর বাহির শাহ যোগ করেন ৩২ রান। বাকিরা একে একে ফিরেছেন এনগারাভা ও মুজারাবানির গতির শিকার হয়ে।

এই জয়ে জিম্বাবুয়ে টেস্ট ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছুঁল। এটি তাদের কেবল তৃতীয় ইনিংস ব্যবধানে জয়। এর আগে ১৯৯৫ সালে হারারেতে পাকিস্তানকে এবং ২০০১ সালে বুলাওয়েতে বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়েছিল তারা।

গেল পাঁচ বছরের মধ্যে মাত্র ২১টি টেস্ট খেলা জিম্বাবুয়ের একটা তৃতীয় জয়। তাই এই জয়টি নিঃসন্দেহে তাদের জন্য বিশেষ। শুধু তাই নয়, এটা এও প্রমাণ করে যে জিম্বাবুয়ে এখনও টেস্ট ক্রিকেটে টিকে আছে, এবং সুযোগ পেলে এখনো দেখাতে পারে নিজেদের সামর্থ্য।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়