ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গিল-সূর্যকুমার ঝড়ের পর বৃষ্টির পেটে প্রথম টি-টোয়েন্টি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৮, ২৯ অক্টোবর ২০২৫  
গিল-সূর্যকুমার ঝড়ের পর বৃষ্টির পেটে প্রথম টি-টোয়েন্টি

তিন ম্যাচ ওয়ানডে সিরিজ অস্ট্রেলিয়ার কাছে ২-১ ব্যবধানে হেরেছিল ভারত। আজ বুধবার (২৯ অক্টোবর) থেকে শুরু হয়েছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু প্রথমটিই গেল বৃষ্টির পেটে।

ক্যানবেরায় ভারত আগে ব্যাট করতে নেমে ৯.৪ ওভারে ১ উইকেটে ৯৭ রান তোলে। এরপর বৃষ্টি এসে হানা দেয়। বৃষ্টির কারণে আর ম্যাচ মাঠে গড়ানো সম্ভব হয়নি। তাতে প্রথম ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করতে বাধ্য হন ম্যাচ অফিসিয়ালরা।

আরো পড়ুন:

টস হেরে ব্যাট করতে নেমে ৩.৫ ওভারে ৩৫ রানের মাথায় আউট হন মারকুটে ব্যাটসম্যান অভিষেক শর্মা। তিনি ৪টি চারে ১৪ বলে ১৯ রান করে যান। এরপর ঝড় তোলেন শুভমান গিল ও সূর্যকুমার যাদব। তারা দুজন ৯.৪ ওভারেই তুলে ফেলেন ৯৭ রান। গিল ৪টি চার ও ১ ছক্কায় ৩৭ রানে ও সূর্য ৩টি চার ও ২ ছক্কায় ৩৯ রানে ব্যাট করছিলেন। এমন সময় বৃষ্টি আসে। আর সেই বৃষ্টি কেড়ে নেয় প্রথম টি-টোয়েন্টি। 

দ্বিতীয় ম্যাচে শুক্রবার মেলবোর্নে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়