আয়ারল্যান্ডের বিপক্ষে মুশফিকুরের শততম টেস্ট, দল ঘোষণা
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ ঘোষণার পরপরই শুরু হয় আলোচনা। মুশফিকুর রহিম ঘরের মাঠে শততম টেস্ট খেলবেন।
৯৮ টেস্ট খেলে মুশফিকুর এখন আছেন শীর্ষে। ১১ নভেম্বর সিলেটে প্রথম টেস্ট। ঢাকায় দ্বিতীয় টেস্ট ১৯ নভেম্বর। যে টেস্ট ম্যাচ দিয়ে মুশফিকুর প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলক ছুঁবেন।
দুই টেস্ট সিরিজের দলে অনুমিতভাবেই আছেন মুশফিকুর। তাকে রেখেই মঙ্গলবার রাতে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৪ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অঙ্কন ও নাঈম হাসান। স্কোয়াডে ফিরেছেন ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে থাকা ওপেনার মাহমুদুল হাসান জয়।
এই সিরিজ দিয়ে আবার অধিনায়কত্বে ফিরছেন নাজমুল হোসেন শান্ত। গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর অধিনায়কত্ব থেকে সরে যান শান্ত। এবার তাকে আবার ফেরানো হয়েছে। থাকবেন ২০২৭ সাল পর্যন্ত।
স্কোয়াডে তাইজুল ও মিরাজের সঙ্গে স্পিনার আছেন হাসান মুরাদ। বিপরীতে পেস বিভাগে রাখা হয়েছে ৪ জনকে। হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরি, সৈয়দ খালেদ আহমেদ ও নাহিদ রানা।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, ইবাদত হোসেন চৌধুরী ও হাসান মুরাদ।
ঢাকা/ইয়াসিন