ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা ক্যাপিটালসের জার্সিতে খেলবেন তাসকিন!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২১, ৭ নভেম্বর ২০২৫   আপডেট: ১৮:২৭, ৭ নভেম্বর ২০২৫
ঢাকা ক্যাপিটালসের জার্সিতে খেলবেন তাসকিন!

বাংলাদেশের গতি তারকা তাসকিন আহমেদ এবার খেলবেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। আসন্ন বিপিএল মৌসুমে তাকে দলে ভেড়াচ্ছে শাকিব খান মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজি। যা দলটির প্রথম বড় পদক্ষেপগুলোর একটি বলেই ধরা হচ্ছে।

গত মৌসুমে অভিষেকের পর থেকেই আলোচনায় থাকা ঢাকা ক্যাপিটালস এবার নতুন করে সাজাচ্ছে নিজেদের দল। লক্ষ্য- আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক হয়ে মাঠে নামা।

আরো পড়ুন:

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তাসকিনের সঙ্গে প্রাথমিক আলোচনাও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আসন্ন মৌসুমে ঢাকার হয়ে খেলবেন এই জাতীয় দলের পেসার।

গত বিপিএলে তাসকিন খেলেছিলেন দুর্বার রাজশাহীর হয়ে এবং কিছু ম্যাচে নেতৃত্বও দিয়েছিলেন। তবে এবার রাজশাহী অংশ নিচ্ছে না। ফলে তাসকিনকে দলে ভেড়ানোর পথ আরও সহজ হয়েছে ঢাকার জন্য।

উল্লেখ্য, বিপিএলের ১২তম আসর শুরু হবে ১৯ ডিসেম্বর, আর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে এ মাসের ১৭ তারিখ।

বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ফাস্ট বোলারকে দলে পাওয়ায় ঢাকার সমর্থকদের মাঝে ইতিমধ্যেই তৈরি হয়েছে নতুন আশার স্রোত। কারণ তাসকিন মানেই আগ্রাসন, গতি আর লড়াইয়ের প্রতীক।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়