ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাহানারার যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে মঞ্জু, ‘প্রকৃত সত‍্য সবার সামনে আসবে’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২২, ৮ নভেম্বর ২০২৫   আপডেট: ০৯:১৮, ৮ নভেম্বর ২০২৫
জাহানারার যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে মঞ্জু, ‘প্রকৃত সত‍্য সবার সামনে আসবে’

এক সাক্ষাৎকারে জাতীয় দলের পেসার জাহানারা আলম বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেছেন। পিরিয়ডের কথা জানতে চেয়ে বাজে প্রস্তাব দেওয়া, হ্যান্ডশেকের বদলে জড়িয়ে ধরার অভিযোগ এনেছেন তিনি। জাহানারা দাবি করেছেন, অসংখ্যবার বিসিবিকে এসব যৌন নির্যাতনের কথা অভিযোগ আকারে জানিয়েছেন তিনি। কিন্তু কোন প্রতিকার পাননি।
যৌন নিপীড়নের অভিযোগের পর তোপের মুখে পড়েছেন মঞ্জু। নীরবতা ভেঙে তিনি জানিয়েছেন, বিসিবির তদন্ত কমিটির মুখোমুখি হতে তিনি প্রস্তুত। একই সঙ্গে রাষ্ট্রীয়ভাবে কোনো তদন্ত কমিটি গঠন করা হলে সেখানেও নিজের কথা বলতে চান জাতীয় দলের সাবেক এই পেসার।

সামাজিক মাধ‍্যমে মঞ্জুরুল অভিযোগের ব‍্যাপারে এক পোস্টে লেখেন, তদন্ত শেষে প্রকৃত সত্য জানতে পারবে সবাই। তার পোস্টটি ছিল,“বৃহস্পতিবার একটি ইউটিউব চ‍্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম আমার বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ তুলেছেন। এরপর থেকে দেশ-বিদেশের সাংবাদিক ভাই-বোনেরা থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষী সবাই আমার বক্তব‍্য জানার চেষ্টা করছেন, যোগাযোগ করছেন। এই বিষয়ে আমার নীরবতা নিয়েও প্রশ্ন উঠছে।”

“অভিযোগের পর বিসিবি জানিয়েছে, একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ১৫ কার্যদিবসের মধ‍্যে সেই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে। নিঃসন্দেহে ভালো উদ‍্যোগ। বিসিবি ছাড়াও রাষ্ট্রীয়ভাবে যদি কোনো তদন্ত কমিটি গঠন করা হয়, আমি সেগুলো ফেস করব এবং আমার বক্তব‍্য তুলে ধরব।”

“এর আগে আমি এ বিষয়ে কথা বলা থেকে বিরত থাকছি। তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর প্রকৃত সত‍্য সবার সামনে আসবে আশা করছি। সে সময় পর্যন্ত অনুমানবশত কোনো তথ‍্য প্রকাশ না করার জন‍্য সবার কাছে বিনীত অনুরোধ করছি। তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর আমি সবার সঙ্গে কথা বলব।”

মঞ্জুরুল ছাড়াও জাহানারা বিসিবির নারী বিভাগের প্রয়াত সাবেক ইনচার্জ তৌহিদুর রহমানের বিরুদ্ধেও একই অভিযোগ করেছেন। বিবৃতি দিয়ে বিসিবি জানিয়েছে, ‘স্পর্শকাতর’ এই অভিযোগগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ১৫ কার্যদিবসের মধ্যে যারা তাদের পর্যবেক্ষণ ও সুপারিশ জানাবে। জানা গেছে, আজ থেকেই তদন্তে নামবে কমিটি।

জাহানারা বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। সেখানে ক্রিকেট খেলার পাশাপাশি ক্রিকেট অস্ট্রেলিয়ার লেভেল ২ কোচিং কোর্সও সম্পন্ন করেছেন। মঞ্জুও দেশের বাইরে কাজ করছেন। চীন নারী ক্রিকেট দলের কোচ হিসেবে কাজ করছেন তিনি।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়