ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টি-টেন লিগে তাসকিন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১১, ১৬ নভেম্বর ২০২৫  
টি-টেন লিগে তাসকিন

তাসকিন আহমেদ

সাকিব আল হাসান, সাইফ হাসানের পর টি-টেন লিগে দল পেলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। তাকে নিয়েছেন নর্দান ওয়ারিয়র্স।

রবিবার (১৬ নভেম্বর) ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতির মাধ্যমে তাসকিনের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। রাইজিংবিডির সঙ্গে কথোপকথনে, তাসকিনও বিষয়টি স্বীকার করেছেন।

আরো পড়ুন:

দল পেয়েছিলেন বাংলাদেশের আরেক পেসার নাহিদ রানাও। তাকে নিয়েছিল ভিস্তা রাইডার্স। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র পাননি তিনি। ফলে এই আসরে তার খেলাও হচ্ছে না।

৮ দলের এই টি-টেন প্রতিযোগিতা আগামী ১৮ নভেম্বর শুরু হবে। ৩০ নভেম্বর হবে ফাইনাল ম্যাচ।

ড্রাফটের আগেই নতুন দল রয়্যাল চ্যাম্পস ‘গ্লোবাল লিজেন্ড’ ক্যাটাগরিতে সাকিব আল হাসানকে দলে নেয়। এরপর গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত ড্রাফট থেকে ‘বি’ ক্যাটাগরিতে সাইফ হাসানকে দলে টানে অ্যাসপিন স্ট্যালিয়ন্স। তাদের পর এবার যুক্ত হলেন তাসকিন আহমেদ।

ঢাকা/ইয়াসিন/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়