ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আফগানিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২০, ১৮ নভেম্বর ২০২৫   আপডেট: ০৮:২৪, ১৮ নভেম্বর ২০২৫
আফগানিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ

এশিয়া কাপ রাইজিং স্টারস প্রতিযোগিতায় দ্বিতীয় ম‌্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। কাতারের দোহায় সোমবার বাংলাদেশ হারিয়েছে আফগানিস্তানকে। স্রেফ উড়িয়ে দিয়েছে আফগানদের। টানা দুই জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে আকবর আলী দল।

টস জিতে আফগানিস্তানকে আগে ব‌্যাটিংয়ে পাঠিয়ে ৭৮ রানে আটকে দেয় বাংলাদেশ। শুরুতে রিপন মণ্ডলের পেস ও পরে রাকিবুল হাসানের স্পিন ঘূর্ণিতে দিশেহারা হয়ে ১৮.৪ ওভারে অলআউট আফগানিস্তান। বাংলাদেশ সহজ সেই লক্ষ‌্য ২ উইকেট হারিয়ে ৩৯ বল হাতে রেখে পৌঁছে যায়।
বাংলাদেশের ম‌্যাচ জয়ের নায়ক রিপন ৪ ওভারে ১০ রানে ৩ উইকেট। সবচেয়ে ইকোনোমিকাল ছিলেন রাকিবুল। ৪ ওভারে মাত্র ৭ রান দেন। উইকেট নেন ৩টি। আরেক স্পিনার মেহরব ২ উইকেট নিয়েছেন ১৪ রান ব‌্যয় করে।

আফগান অধিনায়ক ডারউইস রাসুলি সর্বোচ্চ ২৮ বলে ২৭ রান করেন। আফগানিস্তানের তিন ব‌্যাটসম‌্যান দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেন। শেষ দিকে মাত্র ১৬ রানে তাদের অর্ধেক ব‌্যাটসম‌্যান সাজঘরে ফেরেন।

আগের ম‌্যাচে ৩৫ বলে সেঞ্চুরি করা হাবিবুর আফগানিস্তানের বিপক্ষে জ্বলে উঠতে পারেননি। ১৩ বলে ১০ রান করে থেমে যান। ভালো শুরুর পরও জিসান আলম করেন ১০ রান। দুই ওপেনারই ফেরেন ১০ রানের দুটি ইনিংস খেলে।

সেখান থেকে দলকে সহজেই জয়ের বন্দরে পৌঁছে দেন জাওয়াদ আবরার ও মাহিদুল ইসলাম অঙ্কন।  ২ ছক্কায় ২২ বলে ২৪ রানে অপরাজিত থাকেন জাওয়াদ। ৩০ বলে মাহিদুলের ব‌্যাট থেকে আসে ২৭ রান।
২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বাংলাদেশ ‘এ’। রান রেটে ৪.০৭৯। সমান ম্যাচে ২ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা ও তৃতীয় স্থানে আফগানিস্তান।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়