দিনশেষে ৯৯ রানে অপরাজিত মুশফিক, ৪৭ রানে লিটন
:: সংক্ষিপ্ত স্কোর || প্রথম দিন শেষে ::
বাংলাদেশ: ২৯২/৪ (৯০ ওভারে)
দিনশেষে ৯৯ রানে অপরাজিত মুশফিক, ৪৭ রানে লিটন
শততম টেস্টে সেঞ্চুরির অপেক্ষা নিয়ে দিন শেষ করলেন মুশফিক। ১৮৭ বল খেলে ৫ চারে ৯৯ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছেন তিনি। তার সঙ্গে ২ চারে ৪৭ রানে অপরাজিত আছেন লিটন দাস। ২০২ রানের মাথায় মুমিনুল হকের উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে তারা দুজন ৯০ রানের জুটি গড়েন। তাতে ৯০ ওভার শেষে বাংলাদেশের রান দাঁড়ায় ৪ উইকেটে ২৯২।
বাংলাদেশের যে চারটি উইকেটের পতন ঘটেছে, তার সবকটিই নিয়েছেন আয়ারল্যান্ডের অ্যান্ডি ম্যাকব্রাইন।
মুশফিক-লিটন জুটির ফিফটি, আড়াইশ পেরিয়ে বাংলাদেশ
পঞ্চম উইকেট জুটিতে পঞ্চশোর্ধ্ব রান তুলেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। তাদের জুটিতে ভর করে বাংলাদেশ পেরিয়ে গেছে আড়াইশ রান। ৭৯ ওভার শেষে বাংলাদেশের রান ২৫৮। মুশফিক ৮০ ও লিটন ৩৩ রানে ব্যাট করছেন।
ম্যাকব্রাইনের চতুর্থ শিকার মুমিনুল, মুশফিকের ফিফটি
চা বিরতি থেকে ফিরেই ব্যক্তিগত সংগ্রহে আর কোনো রান যোগ না করেই আউট হয়েছেন মুমিনুল হক। ম্যাকব্রাইনের বলে বালবির্নির হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ১২৮ বল খেলে ১টি চারে ৬৪ রান আসে এই অভিজ্ঞ ব্যাটসম্যানের ব্যাট থেকে।
চা বিরতি থেকে ফিরেই মুশফিকের ফিফটি, ২০০ পেরিয়ে বাংলাদেশ:
চা বিরতি থেকে ফিরেই হামফ্রিজকে কাভার দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে শততম টেস্টে ফিফটি পূর্ণ করেন মুশফিক। এরপর পঞ্চম বলে আরও একটি চার হাঁকিয়ে দলীয় সংগ্রহকে ২০০ পার করান।
শততম টেস্টে ফিফটির অপেক্ষায় মুশফিক, ২০০’র দ্বারপ্রান্তে বাংলাদেশ
প্রথম সেশনে তিন উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয় সেশনে কোনো উইকেট হারায়নি। মুমিনুল হক ও মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে ৬২ ওভারে ১৯২ রান তুলে চা বিরতিতে গিয়েছে বাংলাদেশ। মুশফিক ৪৮ ও মুমিনুল ৬২ রানে অপরাজিত আছেন। চতুর্থ উইকেট জুটিতে তারা দুজন ৩৪.২ ওভারে দলীয় সংগ্রহে ৯৭ রান যুক্ত করেছেন।
মুমিনুলের ২৫তম টেস্ট ফিফটি, ১৬০ রান পেরিয়ে বাংলাদেশ
শান্ত আউট হওয়ার পর বাংলাদেশের দলীয় সংগ্রহকে টানছেন মুমিনুল ও মুশফিক। তাদের দুজনের ব্যাটে ভর করে বাংলাদেশের সংগ্রহ ১৬০ পেরিয়েছে। এ যাত্রায় মুমিনুল তুলে নিয়েছেন তার টেস্ট ক্যারিয়ারের ২৫তম ফিফটি। ৯৩ বলে ১ চারে ৫০ স্পর্শ করেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। মুশফিক ৩১ রানে ব্যাট করছেন।
মুমিনুল-মুশফিক জুটির ফিফটি
চতুর্থ উইকেট জুটিতে ফিফটি রান তুলেছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। মুমিনুল ৪৩ ও মুশফিক ২৩ রানে ব্যাট করছেন।
মুমিনুল-মুশফিকে এগোচ্ছে বাংলাদেশ
৯৫ রানের মাথায় শান্ত আউট হওয়ার পর মাঠে নামেন মুশফিক। এরপর ১০০ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর মুমিনুল ও মুশফিক এগিয়ে নিচ্ছেন বাংলাদেশের সংগ্রহ। ৪১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে ১৩১ এ। মুশফিক ১৪ ও মুমিনুল ৩৭ রানে ব্যাট করছেন।
শতরানের আগেই ৩ উইকেট হারাল বাংলাদেশ
প্রথমে সাদমান, পরে জয় এবং এরপর শান্ত। বাংলাদেশের দলীয় সংগ্রহ ১০০ রান হওয়ার আগেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যান ফিরলেন সাজঘরে। দলীয় ৯৫ রানের মাথায় সেই ম্যাকব্রাইনের বলেই বোল্ড হয়ে যান। ১১ বলে ১ ছক্কায় ৮ রান করে যান তিনি।
মুমিনুল হকের সঙ্গে যোগ দিয়েছেন শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে মধ্যাহ্ন বিরতির পর বাংলাদেশ কতোদূর যেতে পারে দেখার বিষয়।
সাদমানের পর বিদায় নিলেন জয়ও
দলীয় রান ৮৩ তে যেতেই আউট হলেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। তার উইকেটটিও নিয়েছেন ম্যাকব্রাইন। তার বলে মিডউইকেটে ম্যাককার্থির হাতে ক্যাচ দিয়ে আউট হন জয়। ৮৬ বল খেলে ২টি চারে ৩৪ রান করেন তিনি।
ফিফটি পেরুতেই ফিরলেন সাদমান
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল। মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম ১৩.৩ ওভারে তুলে ফেলেন ৫২ রান। সাদমান খেলছিলেন মারমুখী মেজাজে। ৪৪ বলে ৬ চারে ৩৫ রান করেন তিনি। এরপর অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেন তিনি।
জয়ের সঙ্গে নতুন ব্যাটসম্যান হিসেবে যোগ দিয়েছেন মুমিনুল হক।
মুশফিকের শততম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ:
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। যা বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের শততম টেস্ট। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ইতোমধ্যে টস হয়েছে। টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি অবশ্য ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রথম টেস্ট ইনিংস ব্যবধানে জেতা বাংলাদেশ একটি পরিবর্তন এনেছে একাদশে। নাহিদ রানার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন এবাদত হোসেন। আয়ারল্যান্ড দলে এসেছে দুটি পরিবর্তন। আগের টেস্টে খেলা ক্রেইগ ইয়াং ও ব্যারি ম্যাককার্থির জায়গায় এসেছেন গ্যাভিন হোয়ে ও স্টিফেন ডোহেনি।
বাংলাদেশের একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মুরাদ।
আয়ারল্যান্ডের একাদশ:
অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, কেড কারমাইকেল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার (উইকেটরক্ষক), স্টিফেন ডোহেনি, অ্যান্ডি ম্যাকব্রাইন, জর্ডান নিল, ম্যাথু হামফ্রেস, ও গ্যাভিন হোয়ে।
ঢাকা/আমিনুল