ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইন্টারের জার্সিতে আরেক ইতিহাস লাওতারো মার্টিনেজের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ১ ডিসেম্বর ২০২৫  
ইন্টারের জার্সিতে আরেক ইতিহাস লাওতারো মার্টিনেজের

টানা দুই ম্যাচে হার, শিরোপা লড়াইয়ে ধাক্কা, তার ওপর প্রতিপক্ষের মাঠ; সব মিলিয়ে চাপটা ছিল ইন্টার মিলানের ওপরই। ঠিক সেই মুহূর্তে আলোর দিশা হয়ে ফিরলেন লাওতারো মার্টিনেজ। আর্জেন্টাইন স্ট্রাইকারের দুর্দান্ত জোড়া গোলে পিজাকে ২-০ ব্যবধানে হারিয়ে ফের জয়ের পথে ফিরেছে নেরাজ্জুরিরা। আর একই সঙ্গে ইন্টার ইতিহাসে নিজের নাম আরও উজ্জ্বল করে লিখলেন মার্টিনেজ।

সিরি ‘আ’তে পিজার মাঠে নামা ইন্টার প্রথম ৪৫ মিনিটে আক্রমণে আধিপত্য করলেও গোলের দেখা পায়নি। তবে বিরতির পর চিত্রটা বদলে দেন অধিনায়ক মার্টিনেজই। ম্যাচের ৬৯ মিনিটে ডান দিকের আক্রমণ থেকে বল পেয়ে নিখুঁত শটে দলকে এগিয়ে নেন তিনি। এরপর ৮৩ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডারদের ভুলে ফায়দা তুলে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

আরো পড়ুন:

ম্যাচটি লাওতারো মার্টিনেজের ক্যারিয়ারে ছিল আরও এক বিশেষ মাইলফলকের। সিরি ‘আ’-তে তার ২৫০তম উপস্থিতি। আর সেই মাইলফলকের রাতে তিনি ছুঁয়ে ফেললেন অনন্য এক রেকর্ডও। পিসার বিপক্ষে গোল করায় ইতালির শীর্ষ লিগে মোট ২৯টি আলাদা দলের বিপক্ষে গোল করার কীর্তি গড়েছেন তিনি। যা সিরি ‘আ’ ইতিহাসে আর কারও নেই।

ইন্টারের জার্সিতে তার ধারাবাহিকতা ইতোমধ্যেই তাকে ক্লাব কিংবদন্তির কাতারে বসিয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে ইন্টার মিলানের হয়ে তার গোল এখন ১৬৩টি। তাতে তিনি পিছনে ফেলেছেন সান্দ্রো মাজ্জোলাকে, উঠে এসেছেন ক্লাবের সর্বকালীন গোলদাতাদের তালিকার চারে। সামনে রয়েছেন শুধু আলেসান্দ্রো বোনিনসেগনা। তার ১৭১ গোলের রেকর্ড স্পর্শ করতে মার্টিনেজের দরকার আরও ৯টি গোল। আর সবার ওপরে আছেন কিংবদন্তি জিউসেপে মেয়াজা। যার গোল সংখ্যা ২৮৪।

চলতি মৌসুমেও দারুণ ছন্দে আছেন লাওতারো। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার দশম গোল। এই জয়ের ফলে ১৩ ম্যাচ শেষে ইন্টার মিলানের সংগ্রহ ২৭ পয়েন্ট। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে এসি মিলান। দ্বিতীয় স্থানে নাপোলি। তবে তালিকার প্রথম থেকে ছয় নম্বরের ব্যবধান মাত্র চার পয়েন্ট। যা এ মৌসুমের সিরি ‘আ’কে আরও কঠিন ও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়