ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ: বিসিবি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ৪ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৯:০২, ৪ জানুয়ারি ২০২৬
ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ: বিসিবি

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতে ভ্রমণ করবে না। আইসিসিকে ম্যাচ ভারত থেকে সরিয়ে দিতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার (০৪ জানুয়ারি, ২০২৬) সন্ধ্যায় বিসিবি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। বিসিবি পরিচালকদের জরুরি অনলাইন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনার পর আগামী ফেব্রুয়ারিতে ভারতে হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি ওঠে বিভিন্ন মহলে। 

আরো পড়ুন:

আগের রাতেও ব্যাপারটি নিয়ে বোর্ড পরিচালকদের আলোচনা হয়েছিল। তখন সিদ্ধান্ত হয়েছিল, আইসিসিতে চিঠি দিয়ে নিরাপত্তার ব্যাপারে জানতে চাওয়া হবে। ভেন্যু বদলের সুযোগ বিসিবি দেখছিল না। তবে সরকারের কঠোর অবস্থানের পর বিসিবির সিদ্ধান্ত বদলে যায় আজকের সভায়। 

এর আগে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসিকে চিঠি দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নির্দেশ দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

গতকাল উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি সামনে আসে।

বিসিবি জানিয়েছে, ‘‘বিদ্যমান পরিস্থিতি এবং ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা এবং নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনা করে, পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছ যে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দল টুর্নামেন্টের জন্য ভারতে ভ্রমণ করবে না।’’

‘‘বিসিবি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের সমস্ত ম্যাচ ভারতের বাইরের কোনও ভেন্যুতে স্থানান্তর করার বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করেছে।’’

ক্রিকেটার এবং অন্যান্য স্টেকহোল্ডারদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য এবং নিরাপদ ও উপযুক্ত পরিবেশে টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা আইসিসিকে জানিয়েছে বিসিবি।

এদিকে বিসিবি বিশ্বকাপের জন্য দুপুর সাড়ে ১২টায় ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতে। তিনটি কলকাতায়। একটি মুম্বাইয়ে।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়