ঢাকা     মঙ্গলবার   ১৩ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশকে ভারত না যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, বিসিবির প্রত্যাখ্যান

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৫, ১৩ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৬:৫০, ১৩ জানুয়ারি ২০২৬
বাংলাদেশকে ভারত না যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, বিসিবির প্রত্যাখ্যান

দীর্ঘ প্রতীক্ষিত আলোচনায় বসল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না সেই সিদ্ধান্ত নিয়েই মঙ্গলবার (১৩ জানুয়ারি, ২০২৬) ভিডিও কনফারেন্স করে দুই পক্ষ। কিন্তু দীর্ঘ আলোচনারও পরও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা দুই পক্ষের।

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। এজন্য আইসিসিকে চিঠি দিয়ে অনুরোধ করেছে বিসিবি। আইসিসি পাল্টা চিঠিতে বাংলাদেশের নিরাপত্তা চাহিদা কী তা জানতে চায়। পরের চিঠিতে বিসিবি ভারতের নিরাপত্তা নিয়ে নিজেদের উদ্বেগের পাশাপাশি ভারত থেকে পাওয়া হুমকির কিছু ভিডিও ফুটেজ এবং বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের লিংকও আইসিসিকে পাঠায়।

আরো পড়ুন:

সেই চিঠি পাওয়ার পর বিসিবি আইসিসির সাড়া পাওয়ার অপেক্ষায় ছিল। এর মধ্যে নিরাপত্তা প্রতিনিধি দলের সঙ্গে বিসিবির আলোচনা হলেও সেগুলো ছিল একেবারেই অনানুষ্ঠানিক। মঙ্গলবার ভিডিও কনফারেন্সে প্রথমবারের মতো আনুষ্ঠানিক সভা করে বিসিবি ও আইসিসি। 

কি আলোচনা হয়েছে দুই পক্ষের? 
জানা গেছে, বিসিবি বেশ জোরালোভাবেই নিজেদের পুরোনো সিদ্ধান্ত আইসিসিকে আবারো জানায়। নিরাপত্তার কারণে ভারত ভ্রমণ না করার সিদ্ধান্তের বিষয়ে বিসিবি তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে। বোর্ড আইসিসিকে বাংলাদেশের ম্যাচগুলি ভারতের বাইরে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধও করে।

আইসিসি বোঝানোর চেষ্টা করে, টুর্নামেন্টের সূচি ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। বিসিবিকে তাদের অবস্থান পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করেছে। যদিও বোর্ড জানায়, বিসিবির অবস্থান অপরিবর্তিত রয়েছে। নিজেদের সিদ্ধান্তে বিসিবি অনড়। আইসিসির অনুরোধ প্রত্যাখান করেই বিসিবি সাফ জানায়, ভারতে কোনোভাবেই বিশ্বকাপ খেলত যাবে না বাংলাদেশ।

১০-১৫ মিনিটের এই সভায় বিসিবির হয়ে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি শাহাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী।

ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে বিসিবির আলোচনায় কোনো সিদ্ধান্ত না আসায় ভবিষ্যতে আবারো বসবে দুই পক্ষ। বিসিবি নিজেদের অবস্থান বেশ ভালোভাবেই পরিস্কার করেছে, খেলোয়াড়, কর্মকর্তাদের নিরাপত্তা ও সুরক্ষায় কোনো ছাড় দিতে রাজী নয়। পাশাপাশি আইসিসিকেও সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দিয়েছে আমিনুল ইসলামের বোর্ড।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়