ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আনিসুল হকের বাৎসরিক আয় ৭৬ লাখ টাকা

মিথুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩১, ৩১ মার্চ ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আনিসুল হকের বাৎসরিক আয় ৭৬ লাখ টাকা

আনিসুল হক

নিজস্ব প্রতিবেদক :  ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের সম্ভাব্য মেয়র প্রার্থী আনিসুল হকের বাৎসরিক আয় ৭৫ লাখ ৮২ হাজার ৯৮৭ টাকা।

 

মঙ্গলবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রার্থীদের দেওয়া হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে।
আনিসুল হক ইসিতে তার মনোনয়নপত্রের সঙ্গে জমাকৃত হলফনামায় তার বাৎসরিক আয় দেখিয়েছেন ৭৫ লাখ ৮২ হাজার ৯৮৭ টাকা।

 

ইসিতে দেওয়া হলফনামায় দেওয়া আছে তিনি একজন ব্যবসায়ী। তার ব্যবসা প্রতিষ্ঠান এম জি প্রোপার্টিজ লিমিটেড, মোহাম্মদী নিট স্টার লিমিটেড, এমজি সার্টেক্স লিমিটেড, দেশ এর্নাজি লিমিটেড, এমজি নিট ফ্লেয়ার লিমিটেড, মোহাম্মদী গ্রুপ লিমিটেড, মোহাম্মদী ফ্যাশন সোয়েটারস লিমিটেড, দি মোহাম্মাদ লিমিটেড, টেকনোভিস্তা লিমিটেড। এ ছাড়াও তার আরো কিছু বযাবসা প্রতিষ্ঠান হলফনামায় উল্লেখ রয়েছে।

 

আনিসুল হক তার বাৎসরিক আয়ের মধ্যে বাড়ি-দোকান-অ্যাপার্টমেন্ট ভাড়া থেকে ২ লাখ ৪০ হাজার টাকা। ব্যবসা (পারিতোষিক) থেকে তার আয় ২৫ লাখ ৯২ হাজার টাকা। শেয়ার, সঞ্চয়পত্র এবং ব্যাংক আমানতের মাধ্যমে তার আয় ১ লাখ ৬১ হাজার ১৫৬ টাকা। অন্যান্য ব্যবসা (এফডিআর মুনাফা) থেকে ৪৫ লাখ ৮৯ হাজার ৮৩১ টাকা উপার্জন করেন তিনি।

 

এ ছাড়া তার পরিবারে অন্যান্য ব্যক্তিদের বছরে মোট আয় প্রায় ১ কোটি ৩৬লাখ ৪২ হাজার ৪৪১ টাকা। এর মধ্যে স্ত্রীর ৮৪ লাখ ৯৩ হাজার ৪৬২ টাকা এবং ছেলেসহ দুই কন্যার ৫১ লাখ ৪৮ হাজার ৯৭১ টাকা।

 

আনিসুল হকের অস্থাবর সম্পদের মূল্য ২২ কোটি ৭৫ লাখ ৬৫ হাজার ৮৪৪ টাকা। যেখানে নগদ টাকা রয়েছে ১ কোটি ৯৫ লাখ ১৩ হাজার টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমানো টাকা ৬ লাখ ৫৮ হাজার ৭৯৯ টাকা, বন্ড মার্কেট-শেয়ারবাজার তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানিতে শেয়ার রয়েছে ১১ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার ৬৮৬ টাকা, পোস্টাল, সেভিং সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে আমানত বিনিয়োগ ৩ কোটি ৫৩ লাখ ৪৫ হাজার ৬৮৬ টাকা।

 

এ ছাড়া তার এবং পবিবারের স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান ধাতু রয়েছে ১১ লাখ ১২ হাজার ৭৫০ টাকা। ইলেকট্রনিক সামগ্রী রয়েছে ৯ লাখ ৮৩ হাজার, আসবাবপত্র ১৪ লাখ ২৪ হাজার ও অন্যান্য (ঋণ প্রদান) ৫ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৭৯ টাকা। আর তার স্ত্রীর অস্থাবর সম্পদের পরিমাণ ৫ কোটি ৬২ লাখ ৬৬ হাজার টাকা।

 

হলফনামায় আরো উল্লেখ করা আছে সম্ভাব্য এই মেয়রের জামানতবিহীন দেনা ৫ কোটি ২৯ লাখ ৪৭ হাজার ৮৯৭ টাকা। তা ছাড়া আনিসুল হকের বিরুদ্ধে কোনো মামলা নেই ও তিনি ঋণ খেলাপিও নন।

 

 

 


রাইজিংবিডি/ঢাকা/৩১ মার্চ ২০১৫/মিথুন/ইভা 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়