লোকোমাস্টাররা ট্রেন চালায়, তাদের চালায় কে
অপু, দুর্গার মতো কাশবনে দাঁড়িয়ে অপার বিস্ময়ে রেলগাড়ি দেখার অভিজ্ঞতা আমাদের প্রজন্মের কমবেশি সবারই আছে। কালো কালো ধোঁয়ার কুণ্ডলী উড়িয়ে ছুটে চলা রেলগাড়ি দেখে অজগর সাপ বলে ভুল হয়েছে- কত কল্পনার জাল বুনেছি!
০৩:২৬ এএম, ৬ সেপ্টেম্বর ২০২০ রোববার