ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘অভদ্র’ অস্ট্রেলিয়া দলকে ঘৃণা করেন মঈন

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ১৪ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘অভদ্র’ অস্ট্রেলিয়া দলকে ঘৃণা করেন মঈন

ক্রীড়া ডেস্ক: ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। মর্যাদার অ্যাশেজ সিরিজ কিংবা অন্য যে কোনো ম্যাচেই এই দুই দলের উত্তাপ লক্ষ্য করা যায়। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ছাড়াও অস্ট্রেলিয়ার প্রতি এবার চরম ক্ষোভের কথা জানিয়েছেন ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলী। অস্ট্রেলিয়াকে ‘অভদ্র’ বলে তাদের ঘৃণা করার কথা জানিয়েছেন মঈন।

জয়ের জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট দল যে কোনো কিছু করতে পারে বলে জানিয়েছেন মঈন। সম্প্রতি টাইমসকে দেওয়া সাক্ষাতকারে মাইক অথ্যারটনকে মঈন বলেন, ‘আপনি সবার সঙ্গে কথা বলতে পারেন...আমার জীবনে খেলা তারাই একমাত্র দল, যাদের আমি আসলে অপছন্দ করি। এটা অস্ট্রেলিয়া দল এবং আমাদের পুরোনো শত্রু বলে নয়। কারণ, তারা মানুষ এবং খেলোয়াড়দের ভীষণ অশ্রদ্ধা করে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্ষোভের কথা বলতে গিয়ে তিন বছর আগের অ্যাশেজ সিরিজের কথা তুলে ধরেন মঈন। সে কথা বলতে গিয়ে ইংল্যান্ড অলরাউন্ডার বলেন, ‘সিডনিতে, ২০১৫ বিশ্বকাপের ঠিক আগে আমি প্রথমবার তাদের বিপক্ষে খেলি। তারা শুধু আপনার সামনে কঠিন হয়েই দাঁড়াবে না। তারা বলতে গেলে আপনার সাথে খারাপ ব্যবহার শুরু করবে। সেবারই প্রথম আমি এর মুখোমুখি হয়েছিলাম। অ্যাশেজে তো (২০১৫) তারা বাজে হয়ে দাঁড়িয়েছিল। শুধু ভয়ই নয়. তারা রীতিমত অভদ্র আচরণ করেছিল। তবে ব্যক্তিগতভাবে তারা ভালো মানুষ এবং ওরচেস্টারে তারা দারুণ খেলেছে।'




রাইজিংবিডি/ঢাকা/১৪ সেপ্টেম্বর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়