ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রোনালদোর বাড়িতে নতুন ‘অতিথি’

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫১, ২৯ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোনালদোর বাড়িতে নতুন ‘অতিথি’

ক্রীড়া ডেস্ক : গাড়ির প্রতি বরাবরই সৌখিন ক্রিস্টিয়ানো রোনালদো।  বিশেষ করে দ্রুত গতিসম্পন্ন গাড়ির ওপর রোনালদোর নজর সবচেয়ে বেশি।

ফুটবল মাঠে রোনালদোর সাফল্যের তালিকা যেমন লম্বা, ঠিক তেমনি লম্বা রোনালদোর গাড়ির সংগ্রহশালাও। রোনালদোর বাড়িতে যোগ হয়েছেন নতুন ‘অতিথি’।

গত ৮ সেপ্টেম্বর ফেরারি এফ ১২ গাড়িটি বাড়িতে নিয়ে আসেন রোনালদো। ফেরারি দিয়ে মন ভরেনি সিআর-সেভেনের। তাই মাস শেষে বাড়ির গ্যারেজে নিয়ে আসলেন বুগাত্তি চিরন।

বৃহস্পতিবার ইন্সট্রাগামে একটি ভিডিও পোস্ট করেন রোনালদো।  বাড়ির নতুন ‘অতিথি’কে রোনালদো আদর করে নাম দিয়েছেন ‘এনিমেল’।  জুনিয়র রোনালদোকে পাশে বসিয়ে ড্রাইভিং সিটে রোনালদো।  বাড়ি থেকে বের হওয়ার সময় ভিডিওতে বলেন,‘বাড়িতে নতুন ‘‘এনিমেল’’ বুগাত্তি চিরন।’

 


স্প্যানিশ গণমাধ্যম বলছে, রোনালদোর জন্য লিমিটেড এডিশনের গাড়িটি তৈরি করেছে বুগাত্তি। গাড়ির সিটে এবং সিটবেল্টে লেখা আছে ‘সিআর সেভেন’।

বুগাত্তি চিরন এ মুহূর্তে বিশ্বের অন্যতম দ্রুততম গাড়ির একটি। এর আগে বুগাত্তি ব্র্যান্ডের ভেরন গাড়িটিও চালিয়েছেন রোনালদো। ওই গাড়িটির নাম দিয়েছিলেন ‘বিস্ট’।  বুগাত্তি চিরন গ্যারেজে নিয়ে আসতে  ৩ মিলিয়ন ডলার গুনতে হয়েছেন পর্তুগিজ এ সুপারস্টারকে।

রিয়াল মাদ্রিদের জার্সিতে চলতি সপ্তাহে ৪০০তম ম্যাচটি খেলেন রোনালদো। বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নেমে ৩-১ ব্যবধানে ম্যাচ জেতে রিয়াল। ম্যাচে জোড়া গোল করেন রোনালদো।

রোনালদোর সংগ্রহশালায় থাকা গাড়ির তালিকা:
পোরশে ৯১১, বেন্টলি জিটি, পোরশে ক্যাইন টারবো, অডি আর ৮, অডি আরএস৬, অডি এ৮, অডি কিউ৭, ফেরারি ৫৯৯ জিটিবি, ফেরারি এফ ৪৩০, ফেরারি এফ ১২, বুগাত্তি ভেরন,  বিএমডব্লু এম৬, মার্সিডিজ-বেঞ্জ সি-ক্লাস, রোলস রয়েস ফ্যান্টম ও বুগাত্তি চিরন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ সেপ্টেম্বর ২০১৭/ ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়