ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সৌদি আরবে রোজা শুরু শনিবার

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩০, ২৬ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সৌদি আরবে রোজা শুরু শনিবার

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় শনিবার থেকে রোজা রাখা শুরু করবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। সৌদি সুপ্রিম কোর্ট এ ঘোষণা দিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতেও শনিবার থেকে রোজা রাখার ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির চাঁদ দেখা কমিটি জানিয়েছে বৃহস্পতিবার কোথাও চাঁদ না দেখা যাওয়ায় স্বাভাবিকভাবেই শনিবার থেকে প্রথম রমজান শুরু হবে। কুয়েত, ইয়েমেন, বাহরাইন, ইরাক, লেবানন ও আফ্রিকার ঘানাতেও  শনিবার থেকে রমজান শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।

আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রনমি অ্যান্ড স্পেস সায়েন্সের সদস্য খালিদ আল-জাক জানিয়েছে, এই বছর (মধ্যপ্রাচ্যে) রোজা শুরু হবে শনিবার, শেষও হবে শনিবার। এবার রমজান মাস হবে ২৯ দিনে।



রাইজিংবিডি/ঢাকা/২৬ মে ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়