ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মোবাইলে কথা বলতে না দেওয়ায় মেজরকে সেনার গুলি

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ১৮ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মোবাইলে কথা বলতে না দেওয়ায় মেজরকে সেনার গুলি

আন্তর্জাতিক ডেস্ক : মোবাইল ফোনে কথা বলতে না দেওয়ায় ভারতের এক সেনা গুলি করে হত্যা করলেন কর্তব্যরত মেজরকে।

এর মধ্য দিয়ে ভারতের সশস্ত্র বাহিনীতে যুক্ত হলো আরো একটি হৃদয়বিদারক হত্যাকাণ্ড।

সোমবার রাতে ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার কাছে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ওই সেনা ও মেজর দায়িত্ব পালন করছিলেন। নায়েক কাথি রেসান তার কাছে থাকা এক-৪৭ রাইফেল দিয়ে মেজর সিকার থাপার ওপর গুলি চালান। ২০১১ সালে সামরিক বাহিনীতে যোগ দেন মেজর থাপা।

দায়িত্ব পালনের সময় ভারতীয় সেনাদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। মনযোগ হারানো, শত্রুপক্ষ ও সন্ত্রাসীদের কাছে সহজেই শনাক্ত হওয়ার আশঙ্কায় মুঠোফোন ব্যবহার করতে দেওয়া হয় না সেনাদের।

নায়েক কাথি রেসান মুঠোফোনে কথা বলতে জিদ করলে এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন মেজর সিকার থাপা। এ সময় ফোনটি পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষুব্ধ হয়ে কাথি রেসান সিকার থাপাকে গুলি করেন এবং এতে তার মৃত্যু হয়।

ভারতের সশস্ত্র বাহিনীর ১৫ লাখ সদস্যের মধ্যে প্রতিবছর প্রায় ১০০ সেনা অপঘাতে মারা যান। আত্মহত্যা, পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বিবাদে পরস্পরকে হত্যা এসব মৃত্যুর কারণ। তবে অবষাদে ভোগা সেনাদের মানসিক অবস্থার উন্নতিতে পদক্ষেপও নিয়েছে ভারত।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন



রাইজিংবিডি/ঢাকা/১৮ জুলাই ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়