ঢাকা     মঙ্গলবার   ১৪ মে ২০২৪ ||  চৈত্র ৩১ ১৪৩১

দানিয়ুব নদীতে নৌকা ডুবে ৭ জনের মৃত্যু

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৭, ৩০ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দানিয়ুব নদীতে নৌকা ডুবে ৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে দানিয়ুব নদীতে নৌকা ডুবে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে । এ ঘটনায় এখনো ১৯ জন নিখোঁজ রয়েছেন।

দেশটির সরকারি বার্তা সংস্থা এমটিআই জানিয়েছে, নৌকাটিতে ৩৩ জন আরোহী ছিলেন। এদের অধিকাংশই দক্ষিণ কোরীয় পর্যটক। নৌকাটি নোঙ্গর করার সময় অন্য একটি জলযান একে আঘাত করলে এটি ডুবে যায়। বুধবার স্থানীয় সময় রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বুদাপেস্টে পর্যটকদের প্রিয় গন্তব্যস্থল দানিয়ুব নদী। গত কয়েকদিনের ভারি বৃষ্টিপাতে নদীর পানি ফেঁপে তীব্র স্রোত তৈরি হয়েছে।

ডুবে যাওয়া নৌকাটির নাম ‘হাবলেয়ানি’ছিল বলে শনাক্ত করা হয়েছে। দ্বিতল নৌকাটিতে ৪৫ জন লোক নৌভ্রমণ উপভোগ করতে পারতেন।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সংবাদ সম্মেলনে ট্রাভেল এজেন্সির মুখপাত্র লি সাং মু জানিয়েছেন, নৌকাডুবিতে নিখোঁজদের মধ্যে এক শিশুও রয়েছে।




রাইজিংবিডি/ঢাকা/৩০ মে ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়