ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আবারও কপাল পুড়ল সামির

শামীম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ৯ জানুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবারও কপাল পুড়ল সামির

মোহাম্মদ সামি

ক্রীড়া ডেস্ক : হ্যামিস্ট্রিংয়ের চোটের কারণে অস্ট্রেলিয়া সফরে ভারত দল থেকে ছিটকে পড়েছেন মোহাম্মাদ সামি। পাঁচ ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে এখন অস্ট্রেলিয়ায় রয়েছে ভারত। ইনজুরির কারণে সামি ছিটকে পড়ায় তার পরিবর্তে ভুবনেশ্বর কুমারকে দলে ডেকেছে বিসিসিআই।

 

১২ জানুয়ারি পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হবে ভারতের প্রথম ওয়ানডে ম্যাচ। ওই সিরিজে দলের আক্রমনভাগে বেশ গুরুত্বপূর্ণ ভাবা হয়েছিল সামিকে। নয় মাসের ইনজুরি কাটিয়ে দলে ডাক পেয়েছিলেন তিনি। কিন্তু ফের ইনজুরি নামক ঘাতকের কারণে স্বপ্নভঙ্গ হয়েছে উত্তর প্রদেশের এই পেসারের। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে আঘাত পেয়েছেন ২৫ বছর বয়সি এই তারকা। চোট গুরুতর হওয়ায় আরও চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।  শনিবার বিসিসিআই সামির ইনজুরির খবর নিশ্চিত করেছে।

 

সামির ইনজুরি নিয়ে বিসিসিআইয়ের জানায়, ‘ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সফর থেকে বাদ পড়েছেন সামি। বিসিসিআইয়ের চিকিৎসকরা বিষয়টি নিশ্চিত করেছেন। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে ইনজুরিতে রয়েছেন সামি। এ জন্য চার থেকে ছয় সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকা লাগতে পারে।’  

 

 

রাইজিংবিডি/ঢাকা/৯ জানুয়ারি ২০১৬/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়