ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শিরোপার প্রত্যাশায় পাকিস্তান যাত্রা

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ৩ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিরোপার প্রত্যাশায় পাকিস্তান যাত্রা

ক্রীড়া প্রতিবেদক : এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত ইমার্জিং কাপে অংশ নিতে পাকিস্তানের পথে বাংলাদেশ ক্রিকেট দল। আজ সোমবার সন্ধ্যায় ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল।

৬ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে ইমার্জিং কাপ।

উইকেটরক্ষক ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহানকে অধিনায়ক করে টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল পাঠিয়েছে বিসিবি। অধিনায়ক নুরুল হাসান সোহান শিরোপার প্রত্যাশা করছেন। মিরপুরে আজ সোহান বলেছেন, ‘আমরা শিরোপা জয়ের জন্যই যাচ্ছি। শেষ এশিয়া কাপে বাংলাদেশ জাতীয় দল ভালো খেলেছে। এবার আমাদেরকে ভালো খেলতে হবে।’

ইমার্জিং দলে আছেন জাতীয় দলে খেলার অভিজ্ঞতা থাকা আট ক্রিকেটার। সোহানের ডেপুটি হিসেবে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া নাজমুল হোসেন শান্ত, শফিউল ইসলাম, জাকির হাসান, আফিফ হোসেন, নাঈম হাসান ও সৈয়দ খালেদ আহমেদও রয়েছেন।

ভালো দল পাওয়ায় নিজেদের দলকে শক্তিশালী বলছেন সোহান, ‘আমাদের দলটা অভিজ্ঞ। যারা খেলতে যাচ্ছি প্রত্যেকেই ঘরোয়া ক্রিকেট ও অনেকেই আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষিত। দলটা শক্তিশালী। এজন্যই আস্থা রাখতে পারছি যে আমরা ভালো করব।’

দলের ম্যানেজার হিসেবে আছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। দল ভালো পারফরম্যান্স করতে পারবে বলে আশাবাদী পাইলট, ‘ঘরোয়া ক্রিকেটের খেলা ক্রিকেটারদের নিয়ে ভালো একটি  দল  গঠন করা হয়েছে। সবদিক থেকেই দলটি ব্যালেন্স হয়েছে। এই দলটির সামর্থ্য আছে এশিয়া কাপে ভালো করার।'

বাংলাদেশের ‘বি’ গ্রুপে রয়েছে পাকিস্তান, হংকং এবং সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ ‘এ’ তে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান, ভারত ও ওমান। বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে করাচিতে। সেমিফাইনাল ও ফাইনাল হবে কলম্বোতে।

৬ ডিসেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। পরের দিন একই মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। ৯ ডিসেম্বর বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে। কলম্বোতে দুটি সেমিফাইনাল হবে ১৩ ডিসেম্বর। ১৫ ডিসেম্বর হবে ফাইনাল ম্যাচ।



পঞ্চাশ ওভারের প্রতিটি ম্যাচ করাচিতে শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে। কলম্বোতে শুরু হবে ৯টা ৪৫ মিনিটে।

১৫ সদস্যের বাংলাদেশ দল : কাজী নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মিজানুর রহমান, শফিউল ইসলাম, জাকির হাসান, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, তানবীর ইসলাম, আফিফ হোসেন, নাঈম হাসান, শরীফুল ইসলাম, কাজী অনিক ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও মোহর শেখ।



রাইজিংবিডি/ঢাকা/৩ ডিসেম্বর ২০১৮/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়