ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাজ্জাক জেতালেন শেখ জামালকে

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ৩০ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজ্জাক জেতালেন শেখ জামালকে

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে শেখ জামাল হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে। ধানমন্ডি পাড়ার ক্লাবটিকে জয় এনে দিয়েছেন আব্দুর রাজ্জাক। বল হাতে একাই ভিক্টোরিয়ার ৫ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার। তার ঘূর্ণিতে টস জিতে ব্যাটিং করতে নেমে ২০১ রানে গুটিয়ে যায় পারটেক্স। জবাবে ৩ উইকেট হাতে রেখে লিগের চতুর্থ জয় তুলে নেয় শেখ জামাল। এ জয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে আব্দুর রাজ্জাকের দল।

 



ক্যারিয়ারে অষ্টমবারের মত পাঁচ উইকেটের স্বাদ পান রাজ্জাক। তার ঘূর্ণিতে পারটেক্সের মিডল অর্ডার লণ্ডভন্ড হয়ে যায়। রাজ্জাকের পাঁচ উইকেটের পাশাপাশি দুটি উইকেট নেন লেগ স্পিনার তানবীর হায়দার। আরেক স্পিনার সোহাগ গাজীর পকেটে গেছে এক উইকেট। শেখ জামালের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৬.৩ ওভারে ২০১ রানে শেষ হয় ভিক্টোরিয়ার ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন জনি তালুকদার। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান আসে ভারতীয় পরশ ডরগার ব্যাট থেকে।

সহজ লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শতরানের আগে ৩ উইকেট হারায় শেখ জামাল। মিডল অর্ডারে নেমে প্রতিরোধ গড়ে তুলেন সোহাগ গাজী। ৩১ রান করেন তিনি। তাকে সঙ্গ দেন তানবীর হায়দার। তার ব্যাট থেকে আসে ৩৪ রান। ওপেনার মাহবুবুল করিম করেন ৪২ রান। শেষ দিকে স্কোরবোর্ড সমৃদ্ধ করেন ইলিয়াস সানী (২৩)। দলগত পারফরম্যান্সে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে শেখ জামাল। ভিক্টোরিয়ার হয়ে ৩টি উইকেট নেন মামুন হোসেন।

 



ম্যাচ সেরা নির্বাচিত হন শেখ জামালের অধিনায়ক আব্দুর রাজ্জাক।



রাইজিংবিডি/ঢাকা/৩০ এপ্রিল ২০১৭/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়