ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ছত্তিশগড়ে ১৬ মাওবাদী নিহত

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৬, ১৭ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছত্তিশগড়ে ১৬ মাওবাদী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ছত্তিশগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৬ মাওবাদী নিহত হয়েছে। বিজাপুর জেলার কাছে এ সংঘর্ষ হয়েছে বলে বুধবার জানিয়েছে পুলিশ।

রাজ্যের মাওবাদীবিরোধী বাহিনীর প্রধান ডিএম অস্থি জানিয়েছেন, পুলিশ অভিযান চালালে মাওবাদীদের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে কখন এবং কোন স্থানে পুলিশ অভিযান চালিয়েছে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি। ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম অবশ্য জানিয়েছে, দুটি অভিযানে এসব মাওবাদী নিহত হয়েছে।

ছত্তিশগড়ে প্রায়ই মাওবাদীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। গত মাসে মাওবাদীদের হামলায় ২৪ পুলিশ নিহত হয়েছিল। এর আগে ২০১০ সালে দান্তিওয়াদা জেলায় মাওবাদীদের হামলায় নিহত হয়েছিল ৭৪ পুলিশ। মাওবাদীদের অব্যাহত হামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার তাদের বিরুদ্ধে কঠোর অভিযানের ঘোষণা দিয়েছে। এর পরই রাজ্যের মাওবাদীদের ঘাঁটিগুলোতে অভিযান চালাতে শুরু করে পুলিশ।




রাইজিংবিডি/ঢাকা/১৭ মে ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ