ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মাশরাফিকে নিয়ে চিন্তিত নন আকরাম খান

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ২৭ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাশরাফিকে নিয়ে চিন্তিত নন আকরাম খান

ক্রীড়া প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে নির্বাচন করবেন মাশরাফি বিন মুর্তজা। ৩০ ডিসেম্বর হবে ভোট গ্রহণ।

সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের তিনটি ওয়ানডে ৯, ১১ ও ১৪ ডিসেম্বর। নির্বাচনের আগে মাশরাফির ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। পূর্ণমনযোগে দল পরিচালনা করতে পারবেন তো মাশরাফি? আবার অনেকেই প্রশ্ন তুলছে, মাশরাফি অনুশীলনে থাকবেন তো?

অনেক প্রশ্নের উত্তর মাশরাফি গত পরশু নিজের ফেসবুক স্ট্যাটাসে দিয়েছেন। স্পষ্ট করে জানিয়েছেন, বিশ্বকাপ পর্যন্ত কোনো আপোষ করতে চান না। তার বক্তব্যতে ফুটে উঠেছে জাতীয় দলের প্রতি তার দায়িত্ব এবং ভালোবাসার কথা।

তাইতো মাশরাফিকে নিয়ে মোটেও চিন্তিত নয় ক্রিকেট বোর্ড। বোর্ডের পরিচালক এবং ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, মাশরাফি মানিয়ে নিতে পারবেন যেকোনো পরিস্থিতি।’

মঙ্গলবার আকরাম খান বলেছেন,‘যদি মাশরাফি পুরো সিরিজে সময় দেয় তাহলে তো আমাদের কোন অসুবিধা হবে না। আর সে অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়। তাঁর কোয়ালিটি অনেক বেশি। সুতরাং এই ধরণের ক্রিকেটাররা মানসিক এবং শারীরিক দিক থেকে যেকোনো কন্ডিশনে নিজেকে মানিয়ে নিতে পারে। ওকে নিয়ে আমরা চিন্তিত নই, ও খেলতে পারলেই আমাদের জন্য অনেক বড় বিষয়। আর অনুশীলন আছে, নিয়মিত যদি অনুশীলন করে তাহলে আমাদের কোনও সমস্যা হবে না'

মাশরাফির নির্বাচন প্রসঙ্গে আকরাম খান আরও বলেন,‘সে যদি অনুশীলনে নিয়মিত হয় তাহলে আমাদের কোনও সমস্যা হবে না। আর বাকিটা ওর ব্যক্তিগত ব্যাপার। সে কিভাবে এটা মেনে চলছে তা সম্পূর্ণ তার নিজের ব্যাপার।'

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডেতে পূর্ণাঙ্গ দল নিয়ে মাঠে নামার প্রত্যাশায় আকরাম খান।



রাইজিংবিডি/ঢাকা/২৭ নভেম্বর ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়