ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মোতালেব আর নেই

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ২৪ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মোতালেব আর নেই

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মোতালেব আর নেই। রোববার ভোররাতে নিজ বাসায়  হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মোতালেব জাতীয় দল ছাড়াও আবাহনী, রহমতগঞ্জ, বিজেএমসি, সাধারন বীমা ফুটবল ক্লাবের হয়ে খেলেছেন খ্যাতিমান এই গোলরক্ষক। অবসরের পর গোলরক্ষক কোচের দায়িত্বও পালন করেছিলেন বেশ কটি ক্লাবে। ছিলেন জাতীয় দলেরও গোলরক্ষক কোচ। দীর্ঘদিন ধরেই এক সময়ের ঢাকা মাঠের গোল দূর্গের আস্থার প্রতীক মোতালেব অসুখে ভুগছিলেন।

এক সময়ের জাতীয় দলের খ্যাতিমান গোলরক্ষক ছিলেন সুদর্শন খেলোয়াড় মোতালেব হোসেন। ঢাকা লিগ আসরে দীর্ঘদিন ধরে টানা সুনামের সাথেই খেলে মোতালেব কাটিয়ে দিয়েছিলেন ১৮টি বছর। মোতালেব লিগ খেলা শুরু করেছিলেন ১৯৬৯ সালে রহমতগঞ্জের হয়ে। এরপর ১৯৭৫ সালে বিজেএমসিতে যোগ দিয়ে দুটো মৌসুম খেলেই ১৯৭৭ সালে আবারও যোগ দিয়েছিলেন রহমতগঞ্জ ক্লাবে। তিনবছর পর ১৯৮০ সালে যোগ দিয়েছিলেন অফিস দল সাধারন বীমায়। এরপর ১৯৮২ সালে লিগ ফুটবলের শীর্ষস্থানীয় জনপ্রিয় দল আবাহনীর হয়ে মোতালেব নির্ভরতার সাথেই খেলে যান কয়েক বছর। অবশেষে ১৯৮৭ সালে অবসর নেন খ্যাতিমান গোলরক্ষক মোতালেব।

শেরেবাংলা কাপ জাতীয় ফুটবল আসরে মোতালেব বেশ কয়েকবছর খেলেছিলেন ঢাকা জেলার পক্ষে। গোলরক্ষক মোতালেব জাতীয় ফুটবলে ঢাকা জেলা ও লিগ লড়াইয়ে আবাহনীর হয়ে খেলে ‘হ্যাটট্রিক চ্যাম্পিয়নের’ স্বাদও নিয়েছিলেন। ১৯৭৩, ১৯৭৪ ও ১৯৭৫ সালে অনুষ্ঠিত জাতীয় ফুটবলের প্রথম ৩ আসরেই মোতালেবের দল ঢাকা জেলা শিরোপা জয় করেছিলে।

ওদিকে আবাহনীর হয়ে খেলে ১৯৮৩, ১৯৮৪ ও ১৯৮৫ সালে টানা তিন বছর লিগ শিরোপা জয়ের মাঝে হ্যাটট্রিক চ্যাম্পিয়নের স্বাদটি নিয়েছিলেন মোতালেব। এর মাঝে ১৯৭৭ সালে মোতালেবের দল রহমতগঞ্জ ক্লাব প্রথমবারের মত লিগ রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছিল।

খ্যাতিমান গোলরক্ষক মোতালেব ১৯৭৩ সালে মারদেকা টুর্নামেন্টের জন্য প্রথমবারের মত গঠিত বাংলাদেশ জাতীয় ফুটবল দলে সুযোগ লাভ করে মালয়েশিয়া সফর করেছিলেন। এরপর ১৯৭৫ সালেও জাতীয় দলের হয়ে মালয়েশিয়ার মারদেকা টুর্নামেন্টে খেলতে গিয়েছিলেন। একই বছর কিপার মোতালেব জাতীয় যুব দলের হয়ে খেলেছিলেন কুয়েতে অনুষ্ঠিত এশিয়ান যুব ফুটবলের আসরে। মাঝে লম্বা সময় বিরতির পর ১৯৮২ সালে  অভিজ্ঞ গোলরক্ষক মোতালেব আবারও জাতীয় দলে ফিরেছিলেন। খেলেছিলেন ঢাকার প্রেসিডেন্ট গোল্ড কাপ আসরে এবং দিল্লীর এশিয়ান গেমসে। এরমাঝে এশিয়ান গেমসের দলে মোতালেব ছিলেন জাতীয় দলের অধিনায়ক।

অবসরের পর মোতালেব কোচিং পেশায় নেমেছিলেন ভালভাবেই। গোলকিপিং কোচ হিসেবে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছিলেন ব্রাজিল (১৯৯৫), পশ্চিম জার্মানি (১৯৯৮) ও মালয়েশিয়ায় (১৯৯৩)। একটা সময় জাতীয় দলের গোলকিপিং কোচের দায়িত্বও পালন করেছিলেন মোতালেব। ১৯৯৩ সাল হতে ২০০০ সাল পর্যন্ত  জাতীয় ফুটবল দলের গোলকিপিং কোচ ছিলেন মোতালেব।

তথ্যসূত্র : কিরন স্পোর্টস ডেস্ক




রাইজিংবিডি/ঢাকা/২৪ সেপ্টেম্বর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়