ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সকালে দেশে ফিরছে বাংলাদেশ দল

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৫৫, ১৮ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সকালে দেশে ফিরছে বাংলাদেশ দল

ক্রীড়া প্রতিবেদক : শিরোপা জেতা হয়নি। আরো একটি টুর্নামেন্টের ফাইনালে স্বপ্নভঙ্গের বেদনায় নীল হয়েছে বাংলাদেশ দল। নিহাদাস ট্রফি শেষ করে আজ সকালে দেশে ফিরবেন মুশফিক-মাহমুদউল্লাহরা।

শ্রীলঙ্কান ‍‌এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা বাংলাদেশ দলের খেলোয়াড়দের।

শ্রীলঙ্কার স্বাধীনতা ও শ্রীলঙ্কা ক্রিকেটের ৭০ বছর পূর্তি উপলক্ষে ভারত ও বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করেছিল শ্রীলঙ্কা। রোববার রাতে টুর্নামেন্টের ফাইনালে ।  

ফাইনালের আগে প্রাথমিক পর্বে চারটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে দুটিতে হারলেও শ্রীলঙ্কাকে দুবারই হারায় বাংলাদেশ। মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিংয়ে ২১৫ রান তাড়া করে জেতা ম্যাচটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা একটি জয়। আর সেমিফাইনালে পরিণত হওয়া ম্যাচে বাংলাদেশকে দারুণ আরেকটি জয় উপহার দেন মাহমুদউল্লাহ।

টুর্নামেন্টে অংশ নিতে গত ৪ মার্চ ঢাকা ছেড়েছিল বাংলাদেশ দল।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়