ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শূন্য হাতেই ফিরছে মেয়েরা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪১, ২০ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শূন্য হাতেই ফিরছে মেয়েরা

দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ নারী দল

ক্রীড়া প্রতিবেদক : দক্ষিণ আফ্রিকা সফর থেকে শূন্য হাতেই ফিরতে হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। ব্লুমফন্টেইনে আজ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ২৩ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা নারী দল।

এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতল দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ এই সফরে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। এর আগে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৫-০ ব্যবধানে হেরেছিল সফরকারীরা।

বৃষ্টির কারণে এদিন ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল ৯ ওভারে। ৪ উইকেটে ৬৪ রান করে দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ২৯ রান করেন তাজমিন ব্রিটস। অধিনায়ক ড্যান ভ্যান নিকের্কের ব্যাট থেকে আসে ১২ রান।

 



বাংলাদেশের সালমা খাতুন ১৮ রানে নেন সর্বোচ্চ ২ উইকেট। একটি উইকেট নেন রুমানা আহমেদ।

লক্ষ্য তাড়ায় ৯ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত ৯ ওভারে ৬ উইকেটে ৪১ রানের বেশি করতে পারেনি সফরকারীরা। দক্ষিণ আফ্রিকার আয়াবঙ্গে খাকা ৩টি ও মারিজানে কাপ নেন ২টি উইকেট।



রাইজিংবিডি/ঢাকা/২০ মে ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়