ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সালাহর জন্য শুভকামনা জানালেন রামোস

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৯, ২৭ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সালাহর জন্য শুভকামনা জানালেন রামোস

ইনজুরি আক্রান্ত সালাহকে আলিঙ্গন করে রেখেছেন সার্জিও রামোস

ক্রীড়া ডেস্ক : লিভারপুলের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে প্রাণভোমরা ছিলেন মিশরের মোহাম্মদ সালাহ। কিন্তু ম্যাচের ২৯ মিনিটে তাকে কড়া ট্যাকেল করে মাঠের বাইরে পাঠিয়ে দেন রিয়ালের অধিনায়ক সার্জিও রামোস। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন সালাহ। লিভারপুল বলছে তার ইনজুরি মারাত্মক। সেরে উঠতে তিন মাস সময় লাগতে পারে। তবে মিশরের ফুটবল সংস্থা জানিয়েছে ইনজুরি খুব বেশি মারাত্মক নয়। বাম হাতের সংযোগস্থলের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে তার।

সালাহ মাঠ ছাড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রামোসের ওই কড়া ট্যাকেলের সমালোচনার ঝড় বইছে। রামোসকে যা ইচ্ছা তাই বলা হচ্ছে। তবে ম্যাচ শেষে রামোস মিশরীয় তারকা সালাহর দ্রুত সুস্থ্যতা কামনা করে টুইটারে রামোস টুইট করেন। সেখানে লিখেন, ‘কখনো কখনো ফুটবল আপনাকে তার ভালো রূপটি দেখাবে। আর কখনো কখনো খারাপ রূপটিও দেখাবে। আসলে দিনশেষে আমরা সবাই এক, ফুটবলার। দ্রুত সুস্থ্য হয়ে ওঠো সালাহ। ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে।’



গ্যারেথ বেলের দুর্দান্ত দুই গোল ও করিম বেনজেমার গোলে ভর করে ৩-১ গোলে লিভারপুলকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের হ্যাটট্রিক শিরোপা জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ।



রাইজিংবিডি/ঢাকা/২৭ মে ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়