ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ওলট-পালট রেকর্ড বুক

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৩, ২০ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওলট-পালট রেকর্ড বুক

ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়ার বোলারদের পিটিয়ে মঙ্গলবার নটিংহ্যামশায়ারে একাধিক রেকর্ড গড়েছে ইংল্যান্ড। তাঁদের ঝোড়ো ব্যাটিংয়ে ওলট-পালট হয়েছে রেকর্ড বুক।

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় ওয়ানডেতে বেশ কিছু রেকর্ড হয়েছে। এক নজরে তা দেখে নেওয়া যাক,

৪৮১: ওয়ানডে ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে ইংল্যান্ড। ৫০ ওভারে ৬ উইকেটে ৪৮১ রান করে ইংলিশরা। ২০১৬ সালে নিজেদেরই গড়া ৪৪৪ রান ছাড়িয়ে যায় জেসন রয়, অ্যালেক্স হেলস, জনি বেয়ারস্টোরা।

২: লিষ্ট ‘এ’ ক্রিকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান। ২০০৭ সালে কাউন্টি দল সারে ৪ উইকেটে ৪৯৬ রান করেছিল গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে।



২১:
২২৩.৩৩ স্ট্রাইক রেটে ব্যাটিং করে ৩০ বলে ৬৭ রান করেন ইংলিশ অধিনায়ক এউইন মরগান। হাফ সেঞ্চুরিতে পৌঁছতে মরগান বল খেলেন ২১টি। ইংল্যান্ডের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন মরগান। এর আগে ২২ বলে হাফ সেঞ্চুরি পেয়েছিলেন জস বাটলার।

৫৪৪৩: ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রানের কীর্তি গড়েছেন মরগান। বাঁহাতি এ ব্যাটসম্যান ওয়ানডেতে রান করেছেন ৫৪৪৩। মরগান ছাড়িয়ে গেছেন ইয়ান বেলকে। বেলের রান ৫৪১৬। ১৬৭ ইনিংসে মরগান গড়েছেন এ কীর্তি। বেল ১৫৭ ইনিংসে করেছেন ৫৪১৬ রান।

৯.৬২: ওভারপ্রতি ৯.৬২ রেটে রান তুলেছে ইংল্যান্ড। যা ওয়ানডে ষষ্ঠ সর্বোচ্চ। তবে ৫০ ওভার ম্যাচ হিসেবে করলে এটি সর্বোচ্চ রান রেট। ২০০৭ সালে নিউজিল্যান্ড বাংলাদেশের বিপক্ষে ৬ ওভারে রান করেছিল ৯৫। রান রেট ছিল ১৫.৮৩। 

২১: বিশ্বরেকর্ড গড়া ইনিংসে ২১ ছক্কা হাঁকান ইংলিশ ব্যাটসম্যানরা। যা এক ইনিংসে তাদের সর্বোচ্চ। ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে ট্রেন্ট ব্রিজে ১৬ ছক্কা হাঁকিয়েছিলেন তারা। পাশাপাশি অস্ট্রেলিয়াও পেয়েছে বড় লজ্জা। এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ১৯ ছক্কা হজম করে তাঁরা। ২০১৩ সালের বেঙ্গালুরুতে ভারত ১৯ ছক্কা হাঁকিয়েছিল অসিদের বিপক্ষে।



৪:
ব্যাট হাতে ৯২ বলে ১৩৯ রান করেন ইংলিশ উইকেট রক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। শেষ ছয় ইনিংসে এটি বেয়ারস্টোর চতুর্থ সেঞ্চুরি। ওপেনিংয়ে তার রেকর্ড বেশ ঈর্ষণীয়। কমপক্ষে ২০ ইনিংস ওপেনিংয়ে ব্যাটিং করেছেন এমন ব্যাটসম্যানদের গড় তালিকায় সবার ওপরে তার নাম। ওপেনিংয়ে বেয়ারস্টোর ব্যাটিং গড় ৬৫.৭৬। ৫৩.৮০ গড় নিয়ে দুইয়ে আছেন রোহিত শর্মা। 

২: দলীয় সর্বোচ্চ রানের ইনিংসটি সাজাতে দুটি ১৫০ রানের জুটি পেয়েছে ইংল্যান্ড। ওপেনিংয়ে জেসন রয় ও বেয়ারস্টো খেলেছেন ১৫৯ রানের ইনিংস। দ্বিতীয় উইকেটে অ্যালেক্স হেলস ও বেয়ারস্টো করেন ১৫১ রান। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে ১৫০ রানের দুটি জুটি পেয়েছে ইংল্যান্ড।

৬২: ২১ ছক্কার পাশাপাশি ৪১টি চার হাঁকান ইংলিশ ব্যাটসম্যানরা। তাঁদের ইনিংসে মোট বাউন্ডারির সংখ্যা ৬২টি। নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙেছে ইংল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে ৪৪৪ রানের ইনিংস সাজাতে ৫৯ বাউন্ডারি মেরেছিল তাঁরা। এছাড়া শ্রীলঙ্কা ২০০৬ সালে নেদারল্যান্ডের বিপক্ষে ৪৪৩ রান করার পথে ৫৯ বাউন্ডারি হাঁকিয়েছিল।

২৪২: ইংল্যান্ডের রেকর্ড গড়া রান তাড়া করতে গিয়ে ২৩৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ২৪২ রানের বিশাল ব্যবধানে হারে তারা। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে এতো বড় ব্যবধানে হারের রেকর্ড নেই।



রাইজিংবিডি/ঢাকা/২০ জুন ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়