ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মাসাকাদজা-টেইলরের বড় ইনিংসের প্রত্যাশায় জিম্বাবুয়ে কোচ

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫২, ২৩ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাসাকাদজা-টেইলরের বড় ইনিংসের প্রত্যাশায় জিম্বাবুয়ে কোচ

ক্রীড়া ডেস্ক : মিরপুরে প্রথম ম্যাচে হারের ক্ষোভ নিয়ে চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে খেলতে নামবে জিম্বাবুয়ে। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে এই ম্যাচে হারলে সিরিজ হারবে সফরকারীরা। তাই ঘুরে দাঁড়াতে হ্যামিল্টন মাসাকাদজা ও ব্রেন্ডন টেইলরের মতো সিনিয়দের  কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশা জিম্বাবুয়ে কোচ লালচাঁদ রাজপুতের।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরিতে নিজের ফর্ম জানান দিয়েছিলেন মাসাকাদজা। অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর দারুণ ফর্মে তিনি। কিন্তু বাংলাদেশের বিপক্ষে মিরপুরে প্রথম ওয়ানডেতে হার এড়াতে ভূমিকা রাখতে পারেননি তিনি। তার সঙ্গে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন জিম্বাবুয়ে দলের নির্ভরতার প্রতীক ব্রেন্ডন টেইলর।

আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। সিরিজ হারের আগে ঘুরে দাঁড়াতে দলের সিনিয়রদের স্বূরূপে দেখতে চাইছেন জিম্বাবুয়ে কোচ। চট্টগ্রামে মঙ্গলবার দলীয় অনুশীলনের আগে জিম্বাবুয়ে কোচ সাংবাদিকদের বলেন, ‘সিনিয়র ক্রিকেটারদের দায়িত্ব নিতে হবে। মাসাকাদজা প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছিল। আশা করি মূল সিরিজেও সেই ধারা ধরে রাখতে পারবে। ব্রেন্ডন টেইলর শুরুটা ভালো করছে, শেষ করতে পারছে না। আশা করি তারা বড় স্কোর পাবে। আমি নিশ্চিত যে তারা বড় ইনিংসের প্রয়োজনীয়তা অনুভব করতে পারছে। আমি নিশ্চিত করে বলতে পারি বড় ইনিংস আসছে।’

জিম্বাবুয়ে দলের পেসাররা সাফল্য পেলেও কার্যকর ভূমিকা রাখতে পারছেন না স্পিনাররা। চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে দলের স্পিন আক্রমণে কোনো পরিবর্তন আসবে কিনা জানাতে চাইলে জিম্বাবুয়ে কোচ বলেন, ‘মাভুতা ভালো বোলিং করছে। সিকান্দার রাজা কেবল গত ম্যাচে এসেছেন। আমরা স্পিন আক্রমণ নিয়ে তেমন ভাবছি না।’



রাইজিংবিডি/ঢাকা/২৩ অক্টোবর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়