ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

যুবাদের বিপক্ষে দারুণ শুরু ইংল্যান্ডের

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ১৫ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুবাদের বিপক্ষে দারুণ শুরু ইংল্যান্ডের

ক্রীড়া ডেস্ক : যুব টেস্টের প্রথমটিতে বাংলাদেশের বিপক্ষে হারের পর সিরিজের দ্বিতীয় ও শেষটিতে দারুণ শুরু করেছে ইংল্যান্ড। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে আজ আাগে ব্যাট করতে নেমে প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে সফরকারীরা।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৯৫ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে অতিথিরা।

আগে ফিল্ডিং বেছে নিয়ে শুরুটা খারাপ ছিল বাংলাদেশের। ইংলিশ ওপেনার জর্জ বল্ডারসনকে ব্যক্তিগত ৯ রানে ফেরান আসাদউল্লাহ গালিব। এরপর উইকেট যেন সোনার হরিন হয়ে যায় খুদে টাইগারদের কাছে। দ্বিতীয় উইকেটে দারুণ জুটি গড়ে তোলেন বেন চার্লসওয়ার্থ ও জেমি স্মিথ। দুজনে ১৫২ রানের অসাধারন এক জুটি গড়েন।

ব্যক্তিগত ৬৩ রান করা ওপেনার চার্লসওয়ার্থকে ফিরিয়ে জুটি ভাঙেন মুজাক্কির হোসেন। পরের ওভারে পরপর দুই বলে রুহেল আহমেদ ফিরিয়ে দেন স্মিথ ও লুইস গোল্ডসওয়ার্থিকে। ১৩ চার ও ২ ছক্কায় ১২৬ বলে ৯০ রান করে আউট হন স্মিথ।

এক সময়ে ১ উইকেটে ১৬৮ রান ছিল ইংল্যান্ডের। সেখান থেকে দলীয় সংগ্রহে আর কোনো রান ছাড়াই আরও ৩ উইকেট হারিয়ে বসে দলটি। এরপর সফরকারীদের হয়ে প্রতিরোধ গড়েন জর্জ হিল। দলের হয়ে ১০ চারে অপরাজিত ৭৯ রান করে মাঠ ছেড়েছেন হিল। তার ব্যাটিং নৈপুণ্যে সফরে প্রথমবার তিনশ ছোঁয়ার কাছাকাছি ইংলিশ শিবির।

সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ১ম ইনিংস: ৯০ ওভারে ২৯৫/৬ (বল্ডারসন ৯, চার্লসওয়ার্থ ৬৩, স্মিথ ৯০, ল্যামনবাই ২৪, গোল্ডসওয়ার্থি ০, হিল ৭৯*, কক্স ১৩, হলম্যান ৬*; রুহেল ২/৬১, গালিব ১/৬৩, মিনহাজুর ২/৮৯, মুজাক্কির ১/৭৩, শাহাদাত ০/৯)।



রাইজিংবিডি/ঢাকা/১৫ ফেব্রুয়ারি ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়