ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শেষ ম্যাচেও হারল পাকিস্তান, ওকসের ৫ উইকেট

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০০, ২০ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেষ ম্যাচেও হারল পাকিস্তান, ওকসের ৫ উইকেট

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ৯ দিন। এর আগে স্বাগতিক ইংল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান।

রোববার পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ড ৫৪ রানে জিতেছে। এ পরাজয়ে ওয়ানডেতে টানা ১০ ম্যাচে জয়হীন ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়নরা। অন্যদিকে দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ড জিতেছে টানা পঞ্চম ওয়ানডে। অন্যদিকে সিরিজ জিতে টানা তৃতীয় সিরিজ জয়ের স্বাদ পেল এউয়ন মরগানের দল।

সিরিজের তিন ওয়ানডের মতো শেষটাতেও তিনশর বেশি রান হয়েছে। ইংল্যান্ড আগে ব্যাটিং করে ৯ উইকেটে তোলে ৩৫১ রান। জবাবে পাকিস্তান ৪৬.৫ উইকেটে আটকে যায় ২৯৭ রানে। দ্বিপাক্ষিক এ সিরিজে তিনশর বেশি রান তুলে অদ্ভুত রেকর্ডের সাক্ষী হয়েছে দুই দল। ইংল্যান্ড প্রথম দল হিসেবে টানা চার ম্যাচে তিনশর বেশি রান তুলে জিতেছে প্রত্যেকটিতে। পাকিস্তান প্রথম দল হিসেবে টানা তিন ম্যাচে তিনশর বেশি রান তুলে হেরেছে প্রত্যেকটিতে।
 


রোববার লিডসে তিনশর বেশি করার সুযোগ ছিল। কিন্তু ক্রিস ওকসের দারুণ বোলিংয়ে পারেনি সফরকারীরা। পাহাড় সমান লক্ষ্য ছুঁতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে সফরকারীরা। ডানহাতি পেসার প্রথম দুই ওভারে তুলে নেন ফখর জামান (০), আবীদ আলী (৫) ও মোহাম্মদ হাফিজ (০)। শুরুর বিপর্যয় সামলে নেন সরফরাজ আহমেদ ও বাবর আজম। দুজন চতুর্থ উইকেটে ১৪৬ রানের জুটি গড়েন।

দারুণ ব্যাটিংয়ে দুজনই পেয়েছিলেন হাফ সেঞ্চুরি। সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন তারা। কিন্তু অসাধারণ ফিল্ডিংয়ে ৬ ওভারে আবার ৩ উইকেট হারালে পাকিস্তানের জয়ের স্বপ্ন ভেঙে যায়। বাবর আজম প্রথমে ৮৩ রানে আউট হন রশিদ খানের থ্রোতে। এরপর রশিদ খানের বলে ফিরতি ক্যাচ দেন ৪ রান করা শোয়েব মালিক। সর্বোচ্চ ৯৭ রান করা সরফরাজকে রান আউট করান বাটলার। তাতেই জয় নিশ্চিত হয়ে যায় ইংল্যান্ডের।

শেষ দিকে আসিফ আলীর ২২ ও ইমাদ ওয়াসিমের ২৫ রানে পরাজয়ের ব্যবধান কমায় পাকিস্তান। শুরুর ৩ ইকেটের পর শেষ দিকে ইমাদ ওয়াসিম ও হাসান আলীর উইকেট নিয়ে পাঁচ বছর ৫ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ক্রিস ওকস। এছাড়া আলীদ রশিদ ২টি ও ডেভিড উইলি নিয়েছেন ১টি উইকেট।
 


এর আগে ব্যাটিংয়ে নেমে জো রুটের ৮৪, মরগ্যানের ৭৬ রানে রানের পাহাড়ে উঠে ইংল্যান্ড। শুরুতে উদ্বোধনী জুটিতে ৬৩ রানের জুটি গড়েন জেমস ভিঞ্চ ও জনি বেয়ারস্টো। ভিঞ্চ ৩৩ ও বেয়ারস্টো ৩২ রান করেন। রুট ৭৩ বলে ৯ চারে সাজান ৮৪ রানের ইনিংসটি। মরগ্যান ৬৪ বলে ৫ ছক্কা ও ৪ চারে করেন ৭৬ রান। উইকেট রক্ষক ব্যাটসম্যান বাটলারও পেয়েছেন রান। ডানহাতি ব্যাটসম্যান ৩৪ বলে করেন ৩৪ রান।

বোলিংয়ে শাহীন শাহ আফ্রিদি ৪ উইকেট পেলেও ১০ ওভারে রান দিয়েছে ৮২। স্পিনার ইমাদ ৫৩ রানে নিয়েছেন ২ উইকেট।

৫ উইকেট নিয়ে ক্রিস ওকস পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। ৩ ম্যাচে ২৭৭ রান করা জেসন রয় পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।




রাইজিংবিডি/ঢাকা/২০ মে ২০১৯/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়