ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পাকিস্তানকে হারাল বাংলাদেশ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৫, ২৫ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাকিস্তানকে হারাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : ‘ওয়ালটন-আইটিএফ এশিয়ান অনূর্ধ্ব-১২ দলগত টেনিস প্রতিযোগিতা-২০১৯’ এর দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার বাংলাদেশ বালক দল ২-১ ব্যবধানে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে।

বালক এককের খেলায় বাংলাদেশের নাদিম মোল্লা ৫-৭, ৩-৬ গেমে পাকিস্তানের সজিব হোসেনের নিকট পরাজিত হয়। ফলে বাংলাদেশ ০-১ ম্যাচে পিছিয়ে পড়ে। দ্বিতীয় এককে বাংলাদেশের সজীব হোসেন ৬-২, ৬-২ গেমে পাকিস্তানের এহতেশাম হুমায়ুনকে পরাজিত করে ম্যাচে সমতা ফিরিয়ে আনে (১-১)। দ্বৈতের খেলায় বাংলাদেশের নাদিম মোল্লাহ ও সজীব হোসেন ৫-৭, ৬-১, ১০-৩ গেমে পাকিস্তানের মুহাম্মদ হায়দার আলী রিজওয়ান ও এহতেশাম হুমায়ুনকে পরাজিত করে ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করে।

আগামীকাল বুধবার বাংলাদেশ বালক দল অফিসার্স ক্লাব টেনিস কোর্টে ভুটানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে। আজ বালিকা দলের কোন খেলা ছিল না। আগামীকাল বালিকা দল জাতীয় টেনিস কমপ্লেক্সে নেপালের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে।

প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজিত ‘ওয়ালটন-আইটিএফ এশিয়ান অনূর্ধ্ব-১২ দলগত টেনিস প্রতিযোগিতা-২০১৯’ এ ৭টি দেশের ৩৯ জন বালক ও বালিকা খেলোয়াড় অংশ নিয়েছে। পাঁচদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে শুক্রবার পর্যন্ত।

এবারের এই প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ থেকে ৩ জন বালক, ৩ বালিকা ও ২ জন প্রশিক্ষক অংশগ্রহণ করেছে। তবে পাকিস্তান থেকে কেবল ২ জন বালক অংশ নিয়েছে। সব মিলিয়ে সাতটি দেশের মোট ৩৯ জন বালক ও বালিক টেনিস খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া দেশগুলোকে দুটি গ্রুপে বিভক্ত করে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে। বালক বিভাগে দুটি দেশ ও বালিকা বিভাগে দুটি দেশ আইটিএফ এশিয়ান অনূর্ধ্ব-১২ ফাইনাল প্রতিযোগিতা ২০১৯ এ অংশগ্রহণ করার সুযোগ পাবে।

প্রতিযোগিতার বালক বিভাগের খেলা ঢাকার অফিসার্স ক্লাবে এবং বালিকা বিভাগের খেলাগুলো রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্স ও ঢাকা ক্লাব এর টেনিস কোর্টে অনুষ্ঠিত হবে।

এই প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। মিডিয়া পার্টনার এটিএন বাংলা। রেডিও পার্টনার রেডিও টুডে। আর অনলাইন পার্টনার দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম।


রাইজিংবিডি/ঢাকা/২৫ জুন ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়